এই রোগে অক্সিজেনের মাত্রা দেখে রাখা জরুরি। ফাইল চিত্র
করোনা আক্রান্ত হওয়ার অপেক্ষায় না থেকে কয়েকটি বিষয়ে নিজেকে প্রস্তুত রাখা দরকার। ইতিমধ্যে সকলেরই জানা, দ্বিতীয় ঢেউ আগের থেকে অনেক বেশি ছোঁয়াচে। ফলে যে কোনও সময়েই সঙ্কটে পড়তে হতে পারে। এমন সময়ে পরিস্থিতির মোকাবিলা করার জন্য কিছ ব্যবস্থা নিয়ে রাখা প্রয়োজনীয়।
শুধু নিজের জন্য নয়, গোটা পরিবারের কথা ভেবে কয়েকটি জিনিস কিনে রাখা দরকার। পরিচ্ছন্নতা থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা, সবের দিকে খেয়াল রাখা জরুরি। এমনটা না করলে বিপদে প়ড়তে হবে এই কঠিন সময়ে। চিকিৎসকেদের পরামর্শ মতো প্রস্তত থাকুন।
১) বাড়িতে পর্যান্ত সংখ্যক মাস্ক কিনে রাখুন। বাড়িতে কেউ সংক্রমিত হলে তাঁকে সাহায্য করতে হবে মাস্ক পরেই
২) থার্মোমিটার রাখা দরকার। ৯৯-এর উপরে জ্বর উঠলে সতর্ক হতে হবে
৩) অক্সিমিটার। এই রোগে অক্সিজেনের মাত্রা দেখে রাখা জরুরি। অক্সিজেনের মাত্রা ৯৪-এর নীচে নেমে গেলে সঙ্গে সঙ্গে চিকিৎসককে জানাতে হবে
৪) শুকনো খাবার বাড়িতে রাখুন। বাড়িতে কেউ সংক্রমিত হলে বাজারে যাওয়া ঠিক নয়। অন্যরা অবশ্যই সাহায্য করবেন, কিন্তু ঘরে পর্যাপ্ত পরিমাণ চাল-ডাল থাকা দরকার