Vitamin Tablet

Stomach Pain and Nausea: মাল্টিভিটামিন খেলেই শরীর খারাপ লাগছে? সমস্যা এড়াবেন কী করে

এ জন্য মাল্টিভিটামিনের যতটা না ভূমিকা আছে, তার চেয়ে বেশি দায়ী এই জাতীয় ওষুধ খাওয়ার পদ্ধতিগত ভুল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২১ ১৮:১৭
Share:

মাল্টিভিটামিন খেলেই কি শরীর খারাপ লাগছে? ছবি: সংগৃহীত

করোনাকালে বেড়ছে মাল্টিভিটামিন খাওয়ার প্রবণতা। রোগপ্রতিরোধ শক্তি বাড়াতে অনেকেই নিয়মিত মাল্টিভিটামিন খান। কিন্তু কারও কারও মাল্টিভিটামিন সহ্য হয় না। খেলেই শরীর খারাপ। বমি বমি ভাব, শ্বাসকষ্ট, পেটে ব্যথা।

এই সমস্যা খুব একটা বিরল নয়। তবে এ জন্য মাল্টিভিটামিনের যতটা না ভূমিকা আছে, তার চেয়ে বেশি দায়ী এই জাতীয় ওষুধ খাওয়ার পদ্ধতিগত ভুল। মাল্টিভিটামিন খেয়ে শরীর খারাপ এড়াতে মনে রাখতে হবে কয়েকটি সহজ কথা।

Advertisement

খালি পেটে নয়: কিছু খাবার খেয়ে তবেই মাল্টিভিটামিন খাওয়া উচিত। একেবারে খালি পেটে এই ভিটামিন খেলে পেট ব্যথার আশঙ্কা থেকেই যায়। কারণ এই জাতীয় ভিটামিন খেলে অনেকেরই পেটে অ্যাসিডের ক্ষরণ বেড়ে যায়।

Advertisement

শরীরচর্চার আগে নয়: শরীরচর্চার সময়ে অ্যাসিডের উৎপাদন বাড়তে পারে। সেই সময়ে পেটে মাল্টিভিটামিন থাকলে অ্যাসিডের উৎপাদন আরও বাড়ে। তাতে পেট ব্যথা হতে পারে।

পেটে ব্যথার কারণ কি মাল্টিভিটামিন?

ট্যাবলেট ত্যাগ করুন: নানা ধরনের মাল্টিভিটামিন পাওয়া যায়। কোনওটি ট্যাবলেট, কোনওটি আবার তরল, কোনওটি গুঁড়ো। সাধারণত ট্যাবলেট জাতীয় মাল্টিভিটামিনে অ্যাসিড উৎপাদন বেশি হয়। তার তুলনায় অন্য ধরনের মাল্টিভিটামিন কিছুটা নিরাপদ।

দু’ভাগে খান: মাল্টিভিটামিন খেলেই শরীর খারাপ লাগছে? যতটা খাওয়ার কথা, তার অর্ধেক একবারে খান। বাকি অর্ধেক দিনের অন্য সময়ে খান। তাতে হজম করতে সুবিধা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement