Geyser Maintaining Tips

শীত তো এসে গেল! তার আগে স্নানঘরের গিজ়ারটির স্বাস্থ্য পরীক্ষা করে নিয়েছেন তো?

কম সময়ে গরম জল করার সহজ পন্থা হল গিজ়ার। তবে গিজ়ার থেকে যাতে কোনও বিপদ না হয়, তার জন্য প্রয়োজন তার সঠিক রক্ষণাবেক্ষণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ২০:৩৮
Share:

গিজ়ারের স্বাস্থ্য পরীক্ষা করবেন কী করে? ছবি: সংগৃহীত।

গায়ে জল পড়তেই টের পাওয়া যাচ্ছে শীতের শিরশিরানি!

Advertisement

ইতিমধ্যেই অনেক বাড়ির ছাদের আলসেতে মেলে দেওয়া হয়েছে লেপ-কাঁথা-কম্বল। রাত কিংবা ভোরের দিকে কলের জলে মুখ ধুতে গিয়ে সারা গায়ে রীতিমতো কাঁটা দিচ্ছে। ঠিক এই সময়েই প্রয়োজন গিজ়ারের।

কম সময়ে গরম জল করার সহজ পন্থা হল এই যন্ত্রটি। তবে গিজ়ার থেকে যেন কোনও বিপদ না হয়, তার জন্য প্রয়োজন তার সঠিক রক্ষণাবেক্ষণ। কী ভাবে করবেন গিজারের রক্ষণাবেক্ষণ, রইল তারই হদিস।

Advertisement

১) নতুন গিজ়ার লাগানোর সময় সঠিক ভাবে বৈদ্যুতিক সংযোগ হয়েছে কি না অথবা যন্ত্রটির পাইপের সংযোগ ঠিক হয়েছে কি না সেই দিকে নজর রাখুন। পাইপগুলি কপার, অর্থাৎ তামার হলে ভাল হয়।

২) গিজ়ার স্বয়ংক্রিয় ভাবে কাজ করে। অর্থাৎ, বিদ্যুৎ সংযোগ হওয়ার পর জল গরম হয়ে গেলে নিজে থেকেই যন্ত্রটি বন্ধ হয়ে যাওয়ার ইঙ্গিত দেয়। বাড়ির গিজ়ারটি স্বয়ংক্রিয় ভাবে কাজ করছে কি না খেয়াল রাখুন।

৩) গিজ়ার চালানোর নির্দিষ্ট সময়ের মধ্যে জল গরম হয়ে যায়। খেয়াল রাখুন তা হচ্ছে কি না। না হলে বুঝবেন যান্ত্রিক গোলযোগ হয়েছে।

৪) জল গরম হয়ে গেলে গিজ়ার বন্ধ করে দিন। এতে যেমন বিদ্যুতের সাশ্রয় হবে, তেমনই যন্ত্রটিও ভাল থাকবে দীর্ঘ দিন।

৫) জল গরম হয়ে গেলে সম্পূর্ণ জল গিজ়ার থেকে বার করে নিন। জল মজুত হতে থাকলে গিজ়ারে আয়রন জমতে পারে। তা থেকে যন্ত্রটি দ্রুত বিকল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement