শখের বাগানের জন্য সামান্য উপকরণে কী ভাবে তৈরি করবেন জৈব সার? ছবি: ফ্রিপিক।
ফুল, ফলের গাছ লাগিয়েছেন। ছাদ জুড়ে বাগানও করেছেন। কিন্তু সেই গাছের পরিচর্যায় কোন সার দেবেন? উদ্যানপালকেরা অনেকেই প্রকৃতি এবং পরিবেশের স্বার্থে এখন জৈব সারে ভরসা করেন। রাসায়নিক সার বাদ দিয়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারেন জৈব সার।
১. বিশাখাপত্তনমের এক উদ্যানপালক গোবর দিয়ে জৈব সার প্রয়োগ করেন তাঁরা বাগানে। তাঁর ছাদ বাগানে ৬০০-এর বেশি গাছ রয়েছে। তিনি জানিয়েছেন, সার তৈরির অনুপাত হবে ১০০ কেজি গোবরে, ১০ কেটি নিম গুঁড়ো। সঙ্গে পোকামাকড় এবং গাছ রোগের হাত থেকে বাঁচানোর জন্য এর সঙ্গে মেশাতে হবে ২ কেজি ট্রাইকোডরমা ভিরাইড।
২. ওড়িশার এক উদ্যানপালক বাগানে ১৭ ধরনের ফল ফলিয়েছেন। জৈব সার ব্যবহার করেন তিনিও। সেই উদ্যানপালক জানাচ্ছেন, ১ কেজি সর্ষের গুঁড়ো বা মাস্টার্ড কেক পাউডারের সঙ্গে ২৫০ গ্রাম নিম গুঁড়ো ৫ লিটার জলে মেশাতে হবে। ছায়ায় মিশ্রণটি ৫ দিন রাখতে হবে। তারপর ১ লিটার তরল সার ১০ লিটার জলে মিশিয়ে ১৫ দিন অন্তর ফল গাছের গোড়ায় দিতে হবে।
৩. তরমুজের খোসা দিয়ে সার তৈরি করেন সুরাতের এক উদ্যানপালক। তিনি জানাচ্ছেন, তরমুজের খোসা ছোট ছোট করে প্লাস্টিকের বালতি বা কোনও পাত্রে জমাতে হবে। ছায়ায় তা দিন তিনেক জল দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে তরল জৈব সার।