ক্যানসারের সঙ্গে লড়াইয়ে আরও এক ধাপ এগোলেন হিনা খান। ছবি: ইনস্টাগ্রাম।
স্তন ক্যানসারে আক্রান্ত হিনা খান। তাই বলে তাঁর মনের জোর কমে যায়নি একটুও। নিজেই সমাজমাধ্যমে পোস্ট করে নিজের শারীরিক পরিস্থিতির কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী। জানিয়েছেন, এই কঠিন সময় নিয়ে ভয় পাচ্ছেন না তিনি। কাজের সঙ্গেও কোনও রকম আপস করতে নারাজ তিনি। কেমো নেওয়ার পরের দিনই শুটিংয়ে গিয়েছেন তিনি।
সম্প্রতি হিনা একটি ভিডিয়ো পোস্ট করেছেন সমাজমাধ্যমে। যেখানে দেখা গিয়েছে, নিজের চুল দিয়ে পরচুলা বানিয়ে পরছেন অভিনেত্রী। ভিডিয়োটিতে বেশ খোশমেজাজেই ধরা দিয়েছেন হিনা। তিনি বলেন, ‘‘যখন আমার ক্যানসার ধরা পড়ল, আমি জানতাম আমার চুল আর থাকবে না, সব পড়ে যাবে। তাই চুল ভাল থাকার সময়ই আমি সেগুলি কেটে দিই। আমি নিজের চুল দিয়েই পরচুলা বানানোর সিদ্ধান্ত নিই, আমি জানতাম এই কঠিন সময়ে এই পরচুলাই আমায় শক্তি জোগাবে। আমার এই সিদ্ধান্তটি সত্যিই আমার অনেক উপকার হয়েছে, আমার এখন নিজেকে নিয়ে গর্ব হচ্ছে।’’
হিনার বিশ্বাস, এই কঠিন সময়ে তাঁর লড়াই মানুষকে অনুপ্রেরণা জোগাবে। অভিনেত্রী বলেন, ‘‘যে সব সাহসী মহিলা আমার মতো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাঁদের যদি আমার কাজটি পছন্দ হয়, তা হলে আমি অনুরোধ করব যে ,তাঁরাও যেন আগে থেকেই এই কাজটি সেরে রাখেন। তা হলে পরে আর আফসোস করতে হবে না। এই কঠিন পরিস্থিতিতেও এই একটি কাজ আপনার দুঃখের বোঝা একটু হলেও কমাবে, আপনি শক্তি পাবেন, আপনার ভাল লাগবে। এই পরচুলাটি ব্যবহারের পর আমার মনে হচ্ছে আমার হারানো চুলগুলি আবার ফিরে পেয়েছি, বেশ ভাল লাগছে।’’
বিনোদন জগতের তারকারাও তাঁকে দ্রুত সুস্থ হয়ে ওঠার বার্তা দিয়েছেন। ক্যানসারজয়ী মহিমা চৌধুরী এক বার্তায় বলেছেন, “তুমি একজন যোদ্ধা। আর আমি জানি, তুমি সুস্থ হয়ে উঠবে। লক্ষ লক্ষ মানুষ তোমার আরোগ্য কামনা করছেন। এই সময়টা আমি তোমার হাত শক্ত করে ধরে রাখব।”
এই কঠিন সময়ে হিনার পাশে থাকার বার্তা দিয়েছেন মৌনী রায়, করিশ্মা তন্না, জেনিফার উইংগেট, দিশা পরমর ও সুনীতা রাজওয়ার-সহ আরও অনেকে।