পড়াশোনার প্রভাব পড়ে মনের উপর ছবি: সংগৃহীত
পড়াশোনার সঙ্গে রক্তচাপের সম্পর্ক রয়েছে। কেউ যত বেশি পড়াশোনা করেন, তাঁর রক্তচাপের উপর সেই শিক্ষার প্রভাব পড়ে। এমনই বলছে হালের এক গবেষণা।
সম্প্রতি আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ের তরফে এই বিষয় নিয়ে একটি গবেষণা চালানো হয়েছে। পড়াশোনা রক্তচাপের উপর কোনও প্রভাব ফেলে কি না, সেটাই দেখার চেষ্টা করেছেন গবেষকরা। এই গবেষণার জন্য ৩,৮৯০ জন মানুষকে বেছে নেওয়া হয়। তাঁদের তিনটি দলে ভাগ করা হয়:
১। যাঁরা ১২ বছর বা তার কম পড়াশোনা করেছেন
২। যাঁরা ১৩ থেকে ১৬ বছরের মধ্যে পড়াশোনা করেছেন
৩। যাঁরা ১৭ বছর বা তার বেশি পড়াশোনা করেছেন
এই তিন দলের মানুষের রক্তচাপের উপরের অঙ্কটি, অর্থাৎ সিস্টোলিক রক্তচাপ পরীক্ষা করে দেখা হয়। গবেষকদলের অন্যতম প্রধান এরিক লুকাস জানিয়েছেন, যাঁরা বেশি মাত্রায় পড়াশোনা করেছেন, তাঁদের রক্তচাপের পরিমাণ তুলনায় কমেছে। এমনকি এই তিন দলের মানুষের বিগত ৩০ বছরের রক্তচাপের রেকর্ডও দেখা হয়েছে। তাতেও দেখা গিয়েছে, পড়াশোনা যত বেড়েছে, ততই কমেছে রক্তচাপ বৃদ্ধির আশঙ্কা।
গবেষকদের দাবি, উচ্চশিক্ষা রক্তচাপকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে। তার সঙ্গে হৃদ্রোগের আশঙ্কাও কমিয়ে দেয়।