পড়তে হবে না বই, অ্যাপ দেখলেই পরীক্ষায় পাশ

নেট কানেকশন থাকলেই কেল্লা ফতে। সহজেই সমাধান। এখন হাতের মুঠোয় পড়াশোনার চাবিকাঠি। প্রশ্নের মুখে প্রাইভেট টিউটরদের কেরিয়ার আর বই।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ মার্চ ২০১৭ ১৬:২৮
Share:
০১ ০৭

স্মার্টফোন, কম্পিউটার কিংবা ট্যাবলেটে মোবাইল স্টাডি অ্যাপ ইনস্টল করলেই বাজিমাত। হাতের তালুর মধ্যেই পাওয়া যাবে বিভিন্ন ডাকসাইটে অধ্যাপকদের লেকচার।

০২ ০৭

এখানেই শেষ নয়, সেই সমস্ত মোবাইল স্টাডি অ্যাপে থাকছে বিভিন্ন ধরনের বইয়ের সম্ভার। সেখানে শুধুমাত্র গল্প কিংবা কবিতার বই নয়। আছে বিভিন্ন পাঠ্য বইয়ের সম্ভার। আর সেই কারণেই দিন দিন জনপ্রিয়তা শিখরে চলে যাচ্ছে এই সমস্ত অ্যাপ।

Advertisement
০৩ ০৭

ইতিমধ্যেই বিভিন্ন দেশে ছাত্রছাত্রীদের শিক্ষার মানোন্নয়নের জন্য মোবাইল স্টাডি অ্যাপ তৈরি করা হয়েছে। বাংলাদেশে নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্য ‘মাই স্টাডি অ্যাপ’ নামে একটি অ্যাপ্লিকেশন চালু করেছে সরকার।

০৪ ০৭

বহু মোবাইল স্টাডি অ্যাপে পড়ুয়াদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা রয়েছে। যাতে পরীক্ষার আগে অ্যাপের মাধ্যমে ‘মক টেস্ট’ দিয়ে অনেকটা সরগর হয়ে যেতে পারে পড়ুয়ারা।

০৫ ০৭

বাজারে অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে। তার মধ্যে ‘আই টিউনস ইউ’ বেশ জনপ্রিয়। যেখানে বিশ্বের শীর্ষ স্থানে থাকা বিশ্ববিদ্যায়ের পাঠক্রম মিলবে। এরই সঙ্গে মিলবে স্টাডি মেটেরিয়ালও।

০৬ ০৭

আরও একটি নামজাদা অ্যাপ হল ‘রেডি ফোর স্যাট’। যেখানে বিভিন্ন প্রশ্নের পাশাপাশি উত্তরের সন্ধান মিলবে। প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার প্র্যাক্টিসও করা যাবে। অনেকটা ‘মক টেস্টে’-এর মতোই।

০৭ ০৭

ফোটোম্যাথ: অঙ্ক করতে গিয়ে প্রায় জ্বর আসার জোগাড় যে সমস্ত পড়ুয়ার তাদের জন্য এই অ্যাপ ভীষণ ভাল কাজ করে। অঙ্কের প্যাঁচে জর্জরিত? চিন্তা কী, অ্যাপটিতে গিয়ে প্রশ্নটির একটি ছবি তুলে নিন। সঙ্গে সঙ্গে অঙ্কটির সমাধান করবে ফোটোম্যাথ। এখানেই শেষ নয় সমাধান কী ভাবে হল, সেই ধাপগুলোও সুস্পষ্ট ভাবে দেখা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement