Onion Juice VS Onion Oil

পেঁয়াজের রস না কি তেল? চুল গজানোর জন্য কোনটি বেশি উপকারী

অনেকেই পেঁয়াজ থেকে রস বার করে মাথায় মাখেন। কেউ আবার পেঁয়াজের তেল মাখার পক্ষপাতী। এই দ্বন্দ্বের অবসান ঘটাতে দু’টি উপাদানকে নিয়ে আলাদা আলাদা ভাবে আলোচনা করা হল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৬:২৪
Share:
Hair care tips Onion Juice or Onion Oil which is better for hair growth

চুল ভাল রাখতে পেঁয়াজের রস না কি পেঁয়াজের তেল, কোনটি ভাল। ছবি: সংগৃহীত।

চুল ভাল রাখতে পেঁয়াজের উপকারিতা অনেকেই জানেন। পেঁয়াজের গুণাগুণ চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে বলে ধারণা বহু জনের। কিন্তু কী ভাবে ব্যবহার করলে সবচেয়ে ভাল ফলাফল পাওয়া যায়, সেই তর্কের অবসান এখনও হয়নি। অনেকেই পেঁয়াজ থেকে রস বার করে মাথায় মাখেন। কেউ আবার পেঁয়াজের তেল মাখার পক্ষপাতী। এই দ্বন্দ্বের অবসান ঘটাতে দু’টি উপাদানকে নিয়ে আলাদা আলাদা ভাবে আলোচনা করা হল।

Advertisement

পেঁয়াজের রস এবং পেঁয়াজের তেল দু’টিই পেঁয়াজ থেকে তৈরি। তবে নিষ্কাশন পদ্ধতি এবং প্রয়োগের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে।

পেঁয়াজের রস: পেঁয়াজ বেটে ঝাঁঝরি বা ছাঁকনিতে পিষে রস বার করা হয়।

Advertisement

পেঁয়াজের তেল: পেঁয়াজের নির্যাসের সঙ্গে ক্যারিয়ার তেল মিশিয়ে পেঁয়াজের তেল তৈরি করা হয়।

Hair care tips Onion Juice or Onion Oil which is better for hair growth

পেঁয়াজের রস এবং পেঁয়াজের তেল চুলের সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী। ছবি: সংগৃহীত।

পেঁয়াজের রসের উপকারিতা

পেঁয়াজের রসে প্রচুর পরিমাণে সালফার থাকে, যা চুলের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

চুলের গোড়াকে উদ্দীপিত করা: পেঁয়াজের রসে থাকা সালফার যৌগ চুলের গোড়াকে উদ্দীপিত করতে পারে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করতে পারে, যার ফলে চুল ভাল করে বাড়তে পারে।

অ্যান্টিমাইক্রোবায়াল বৈশিষ্ট্য: পেঁয়াজের রসে অ্যান্টিমাইক্রোবায়াল বৈশিষ্ট্য রয়েছে, যা খুশকি এবং মাথার ত্বকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে, চুলের বৃদ্ধির জন্য মাথার ত্বককে স্বাস্থ্যকর করে তোলে।

অ্যান্টিঅক্সিড্যান্টের উপস্থিতি: পেঁয়াজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যেমন কোয়ারসেটিন, যা চুলের কোষের ক্ষতি এবং চুল ঝরে পড়াকে রোধ করতে পারে।

পেঁয়াজের তেলের উপকারিতা

পেঁয়াজের তেলে পেঁয়াজের নির্যাসের উপকারিতার পাশাপাশি ক্যারিয়ার তেলের গুণাগুণও পাওয়া যায়।

পুষ্টি: নিয়মিত পেঁয়াজ তেল মাখলে মাথার ত্বকে পুষ্টির জোগানে ঘাটতি পড়ে না। তেল মালিশের ফলে রক্তপ্রবাহ বৃদ্ধি পায়, আর তাই ঘন, শক্তিশালী চুল গজাতে পারে।

চুল ঝরে পড়া রোধ: পেঁয়াজের তেলে থাকা সালফার চুল ঝরে পড়া, পাতলা হয়ে যাওয়া থেকে রক্ষা করতে সাহায্য করে।

ময়েশ্চারাইজ়িং: পেঁয়াজের তেলে ক্যারিয়ার তেলের গুণাগুণ থাকে বলে মাথার ত্বক এবং চুলকে ময়েশ্চারাইজ় করতে পারে। এর ফলে শুষ্কতা এবং কুঁচকে যাওয়ার মতো সমস্যা কমে যায়।

কোনটি বেশি উপকারী

পেঁয়াজের রস এবং পেঁয়াজের তেল, দু’টিই চুলের স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু চুলের দ্রুত বৃদ্ধি বা গজিয়ে ওঠার ক্ষেত্রে কার্যকারিতা ভিন্ন ভিন্ন:

পেঁয়াজের রস: কিছু গবেষণায় দেখা গিয়েছে, অ্যালোপেসিয়া এরিয়াটা রোগে আক্রান্ত ব্যক্তিদের চুল গজানোর ক্ষেত্রে পেঁয়াজের রস খুব উপকারী। এটি এক ধরনের অটোইমিউন রোগ। অ্যালোপেসিয়াতে আক্রান্তদের মাথার একটি বিশেষ অংশ থেকে চুল উঠে যায়। তবে, অন্যান্য ধরনের চুল পড়ার ক্ষেত্রে এর কার্যকারিতা কতখানি, তা জানতে হলে আরও গবেষণার প্রয়োজন।

পেঁয়াজের তেল: পেঁয়াজের তেলের পুষ্টিগুণ খুবই কার্যকরী। কিন্তু চুলের বৃদ্ধির গতি বাড়াতে পারে কি না, সে বিষয়ে বৈজ্ঞানিক প্রমাণ তত বেশি নেই। চুলের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি এবং চুলের ডগা ভেঙে যাওয়া রোধের ক্ষেত্রে পেঁয়াজের তেলের উপযোগিতা নিয়ে কোনও সন্দেহ নেই।

পেঁয়াজের রস এবং পেঁয়াজের তেল চুলের স্বাস্থ্যের জন্য উপকারী। বিশেষ করে অ্যালোপেসিয়া এরিয়াটার ক্ষেত্রে পেঁয়াজের রস চুলের বৃদ্ধিতেও কাজ দেয়। তবে সব ধরনের চুলের বৃদ্ধির জন্য এগুলির কার্যকারিতা স্পষ্ট করে বোঝার জন্য আরও গবেষণার প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement