প্রতীকী ছবি।
গত বছর থেকে ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে খানিক গাফিলতি তো হয়েছেই। অতিমারির মাঝে ক্ষণে ক্ষণে পার্লারে যাওয়া যায়নি। বেশ কয়েক মাস তো পার্লার ছিল বন্ধই। তবে ত্বক তো সে সব বুঝবে না। বয়সের ছাপ দেখা দিতে পারে বেশি দিন অযত্ন হলে।
এত দিনের যত্নের ঘাটতি মেটাতে চান। কিন্তু কী ভাবে তা করা সম্ভব? খুবই সহজ উত্তর রয়েছে। তার ভরসায় এখন দেশ-বিদেশের সুন্দরীরা দুধের গ্লাসে চুমুক দিচ্ছেন।
ছাগলের দুধেই সবচেয়ে ভাল যত্ন হবে ত্বকের। এমন কথাই বলছেন এ কালের সৌন্দর্য বিশেষজ্ঞরা। এত দিন অযত্নের ক্ষতি পূরণ করতে পারে এই দুধই।
প্রতীকী ছবি।
কী এমন আছে এতে?
ত্বকের যত্নের জন্য যত ধরনের ভিটামিন প্রয়োজন, তা আছে ছাগলের দুধে। সঙ্গে আছে ফ্যাট, যা সব ধরনের ত্বকের জন্যই উপকারি। যাদের ত্বকের জ্বালা ভাব বা অন্য কোনও অস্বস্তি আছে, তাদের জন্য খুব ভাল এই দুধ। সহজেই আরাম দেয়।
ছাগলের দুধে উপস্থিত ফ্যাটি অ্যাসিডের ভাইরাস এবং ব্যাক্টিরিয়ার সঙ্গে লড়ার ক্ষমতা আছে। রয়েছে প্রদাহ কমানোর ক্ষমতাও। এই দুধের আর একটি গুণও রয়েছে। তা হল, ত্বককে আর্দ্রতা দেয়। ফলে ছাগলের দুধ নিয়মিত খেলে কোমল হয় ত্বক।