কখনও জোর ধাক্কা লেগে কালশিটে পড়ে যাওয়া, কখনও হঠাত্ পায়ে গরম জল পড়ে ফোসকা বা আচমকা পা মুচকে যাওয়া। এই সব ছোটখাট আঘাত বহুদিন ভোগায়। অধিকাংশ ক্ষেত্রেই তার কারণ ঠিকঠাক প্রাথমিক চিকিত্সা না হওয়া। জেনে নিন এমনই কিছু চোটের জরুরি ফার্স্ট এড বা প্রাথমিক চিকিত্সা।
আরও পড়ুন: পিঠের ব্যথায় আরাম পেতে ৫টি সহজ ব্যায়াম