সেই বাড়ি। ফাইল চিত্র
এই প্রথম ত্রিমাত্রিক প্রিন্টার থেকে বেরিয়ে এলে একটা দুই বেডরুমের বাড়ি! ইয়োরোপের প্রথম প্রিন্ট আউট বাড়ির বাসিন্দা নেদারল্যান্ডের দম্পতি। ১০০০ বর্গ ফুটের এই বাড়ি তৈরি হতে মাত্র সময় লেগেছে ৫ দিন।
দেখতে ফ্লিন্টস্টোনের গুহার মতো হলেও ঘরের ভিতরটা যথেষ্ট ঝা চকচকে। কনক্রিটের প্রচুর স্তর যেগুলো থ্রি-ডি প্রিন্টার থেকে বেরিয়েছে, সেগুলো একের পর একে জুড়ে এই বাড়ি তৈরি হয়েছে। তাই বাড়ির দেওয়ালে টেক্সচার একদম অন্য রকম। বাড়ির নতুন মালিক-মালকিন জানিয়েছেন, তাঁদের অন্দরসজ্জাও দারুণ পছন্দ হয়েছে। দেওয়ালের টেক্সচারের জন্য বাইরের আওয়াজ খুব একটা ঘরে ঢোকে না। ফোনে গান চালালেও, সেই গান চমৎকার শোনা যায়।
স্থাপত্য দুনিয়ায় এই বাড়ি সত্যিই নতুন দিক দেখাচ্ছে। নেদারল্যান্ডে এমন বাড়ি তৈরি হবে ৫ দিনের মধ্যে। এবং তা মাসে ১০০০ ডলারে ভাড়া নেওয়া যাবে। তবে নির্মাতারা জানিয়েছেন, এমন বাড়ি যে প্রচুর সংখ্যায় গজিয়ে উঠবে, তেমন নয়। বরং সাধারণ বাড়ি তৈরির সময় এই প্রযুক্তির সাহায্যে বাড়ির কিছু অংশ গঠন করা যেতে পারে।