বিশ্বের এমন কিছু ঘটনা যেগুলো শুনলে চমকে উঠবেন। এদের বিশেষত্বের জন্যই নানা সময় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছিল এই সব ঘটনা বা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের। গ্যালারির পাতায় দেখুন এমনই কয়েকটি তাক লাগানো বিশ্ব রেকর্ড।
মিনিটে ১০০ শব্দেরও বেশি টাইপ করা, তা-ও আবার নাক দিয়ে। ২০১৫ সালে এমনটাই করে সাড়া ফেলে দিয়েছিলেন হায়দরাবাদের এক যুবক মহম্মদ খুরশিদ হুসেন। দু’হাত পিছমোড়া করে বেঁধে নাক দিয়ে মাত্র ৪৭ সেকেন্ডে ১০৩ অক্ষর টাইপ করে গিনেস বুকে নাম তোলেন মহম্মদ।
সাপ নিয়ে নানা কাণ্ডকারখানা দেখিয়ে বারে বারেই গিনেস বুকে নাম তুলেছেন জ্যাকি বিবি। টেক্সাসের বাসিন্দা জ্যাকিকে ‘স্নেকম্যান’ বলা হয়। কখনও মুখে ১৩টি বিষধর র্যাটল সাপ নিয়ে, কখনও বাথটাবে একসঙ্গে ১৯৫টি সাপ নিয়ে, ১০৯টি সাপ ভর্তি স্লিপিং ব্যাগের ভিতর শুয়ে বিশ্ব রেকর্ড করেছেন তিনি। অন্তত ৫ বার গিনেস বুকে নাম উঠেছে তাঁর।
গোঁফ রেখেও বিশ্ব রেকর্ড! ১৪ ফুট লম্বা গোঁফ রেখে গিনেস বুকে নাম তুলেছেন রাজস্থানের রাম সিংহ চৌহান। বিশ্ব রেকর্ড করার জন্যই জয়পুরের বাসিন্দা বছর আটান্নর রাম সিংহ নাকি ৩২ বছর ধরে তাঁর গোঁফ কাটেননি।
তিন দিন ধরে টানা শাঁখ বাজিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন প্রায় ২৫ হাজার মানুষ। ২০১২ সালে কানপুরের শক্তি চেতনা জনজাগরণ শিবিরে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। ২২ থেকে ২৫ অক্টোবর টানা তিন ধরে শাঁখ বাজিয়েছিলেন ২৫ হাজারেরও বেশি মানুষ।
পিয়ার্সিং মহিলাদের অন্যতম স্টাইল স্টেটমেন্ট। জানেন কি, সারা শরীরে ৪৬২টি পিয়ার্সিং করিয়েছিলেন এক মহিলা। ইলাইনে ডেভিডসন নামে ওই মহিলা ব্রাজিলের বাসিন্দা। ২০০০ সালে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পিয়ার্সিং-এর জন্য গিনেস বুকে নাম তোলেন তিনি। ৪৬২টি পিসার্সিং-এর মধ্যে ইলাইনের মুখেই রয়েছে ১৯২টি পিয়ার্সিং।
নিজের পাগড়ি নিয়ে খুবই গর্বিত পাতিয়ালার অবতার সিংহ মৌনি। তাঁর একটি পাগড়িরই ওজন ৪৫ কিলোগ্রাম। ৬৮৬ মিটার কাপড় দিয়ে তৈরি সেই পাগড়িটি লম্বায় ১৩টি অলিম্পিং সুইমিং পুলের সমান। ছ’ঘণ্টা সময় লাগে মাথায় গোটা পাগড়িটি বাঁধতে। ২০১৪ সালে বিশ্বের সবচেয়ে বড় পাগড়ির জন্য বিশ্ব রেকর্ড করে অবতার সিংহ।
দিল্লির আন্তর্জাতিক খাদ্য উৎসবে বিশ্ব রেকর্ড করেছিল ৯১৮ কেজি খিচুড়ি। ২০১৭ সালে ইন্ডিয়া গেট প্রাঙ্গনে ওই খাদ্য উৎসবের আয়োজন করা হয়েছিল। রান্নার দায়িত্বে ছিলেন বিখ্যাত রাঁধুনি সঞ্জীব কপূর। তাঁকে সাহায্য করার জন্য ছিলেন জনা পঞ্চাশেক স্বেচ্ছাসেবী। মাঝে রান্নায় ফোড়ন দিয়ে খুন্তি নেড়ে যান যোগগুরু রামদেব এবং কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণমন্ত্রী হরসিমরত কৌরও।
কানের চুলের জন্যও বিশ্ব রেকর্ড গড়েছিলেন এক ভারতীয়। উত্তরপ্রদেশের বাসিন্দা ৬৫ বছরের রাধাকান্ত বাজপেয়ীর দু’কান মিলিয়ে চুলের মাপ প্রায় ২০ ইঞ্চি। ১৮ বছর বয়স থেকে চুল রাখা শুরু করেন তিনি। কানের চুল নাকি তাঁর জন্য খুবই শুভ, এমনটাই জানিয়েছিলেন রাধাকান্ত।
বিশ্বের দীর্ঘতম পিৎজা বানিয়ে রেকর্ড গড়েছিলেন ক্যালিফোর্নিয়ার ১০০ জন শেফ। ১৯৩০.৩৯ মিটার লম্বা পিৎজাটি বানাতে লেগেছিল ৩ হাজার ৬৩২ কেজি ময়দা, ২ হাজার ৫৪২ কেজি সস এবং ১ হাজার ৬৩৪ কেজি চিজ। তিনটি ইন্ডাস্ট্রিয়াল ওভেনের মাধ্যমে টানা ৮ ঘণ্টা ধরে তৈরি করা হয় পিৎজাটি।