চুল রং করলে মেনে চলুন কিছু সতর্কতাও। ছবি: পিক্সঅ্যাবে।
পুজো প্রায় দোরগোড়ায়। সুন্দর হয়ে ওঠার কায়দা-কৌশল ভিড় উপচে পড়ছে সালোঁতে। সেলুনের কর্মীদেরও কম ব্যস্ততা নেই, সেখানে আবার কম রেঁস্তয় চলনসই সুন্দর হয়ে ওঠার পরীক্ষা। সাজগোজের একটা বড় অংশ কিন্তু চুলের কারসাজি। নানা কেতার চুলের ছাঁটই শুধু নয়, চুল রং করা নিয়েও নানা পরীক্ষানিরীক্ষার রেশ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
এ ক্ষেত্রে আবার কেউ মাতেন গ্লোবাল কালারিংয়ে আবার কেউ বা অল্প হাইলাইটেই চুলে আঁকেন রূপটান। কেউ বা ন্যাচারাল ব্ল্যাকেই ঢেকে দিতে চান চুলের মধ্যে বয়সের আঁকিবুকি। কিন্তু চুল রঙের নানা সমস্যা। এক তো চুল রুক্ষ-শুষ্ক হয়ে যায় দ্রুত। চুলের রংটুকুও বেশি দিন ধরে রাখা যায় না।
কিন্তু কিছু নিয়ম মানলে চুল রঙের পর এ সব সমস্যা মেটানো যায় সহজেই। দেখে নিন সে সব কী কী।
আরও পড়ুন
আন্ডারআর্মের কালো দাগ স্লিভলেস পরতে আটকাচ্ছে? রইল সামাধান
ওজন কমাতে রোজের অভ্যাস থেকে আজই সরান এ সব পানীয়
বিউটিশিয়ানদের মতে, রঙিন চুলের জন্য এক ধরনের বিশেষ শ্যাম্পু পাওয়া যায়। কেনার সময় তাই সতর্ক থাকুন। দেখে নিন, যে শ্যাম্পু কিনছেন তা রং করা চুলে ব্যবহারের উপযোগী কি না। ঘন ঘন শ্যাম্পু করার বদভ্যাসও ত্যাগ করুন। জলের ক্লোরিন চুলের রং নষ্ট করে। তাই চুল ধোওয়ার সময় পরিশুদ্ধ জল ব্যবহার করুন। তবে গরম জলে চুল দোবেন না। এতে চুলের কিউটকলের ক্ষতি হয়। মাথার ত্বকেরও ক্ষতি হয়। চেষ্টা করুন সালফারবিহীন শ্যাম্পু ব্যবহার করতে। চুল রঙের পর রোদ লাগাবেন না মাথায়। যখনই বাইরে বেরবেন স্কার্ফ বা ওড়না দিয়ে ঢেকে রাখুন চুল। বৃষ্টির জল থেকেও বাঁচান চুল। যাঁরা সাঁতার কাটেন, তাঁরা চুলে তেল মেখে চুল বেঁধে জলে নামুন। চুলে যত কম জল লাগাবেন, তত ভাল। শ্যাম্পুর পর কন্ডিশনার লাগান? চুলের রং ধরে রাখতে চাইলে নিয়মটা উল্টে নিন। কন্ডিশনার লাগানোর পর করুন শ্যাম্পু।