গুজব নাকি আগুনের থেকেও তাড়াতাড়ি ছড়ায়! ফেসবুক খুললেই নিউজ ফিডে হাজারো টোটকা, চেনা-অচেনা দাওয়াইয়ের ভিড়। কখনও ত্মকের যত্নের চটজলদি টোটকা তো কখনও কোনও স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা। আর এরই মাঝে রয়েছে কোন বিভিন্ন ‘তথ্যপ্রমাণ’ দিয়ে সাজানো খবর। গোটা বিষয়টি নিয়ে উদ্বেগে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। এই সব খবর আসলে কতটা সত্যি? কতটাই বা ভুয়ো। তা জানেন না অধিকাংশ ফেসবুক ইউজার। তা সত্ত্বেও মন দিয়ে পড়ে গুছিয়ে লাইক বাটনে ক্লিক করে দেন তাঁরা। ফলে ওই খবরটি ফিরে ফিরে আসে ফেসবুক ফ্রেন্ডদের নিউজ ফিডে। এ ভাবেই সোশ্যাল মিডিয়ায় ‘বেঁচে’ থাকে ওই তথ্যগুলো। এক ঝলকে দেখে নেওয়া যাক সেগুলো কী কী—
আরও দেখুন