রেস্তোরাঁ থেকে প্লাস্টিকের কৌটোয় খাবার এল। খাবার খাওয়ার সেই কৌটোই ধুয়ে মুছে ফের ব্যবহার করতে শুরু করেন অনেকে। যেহেতু প্লাস্টিক সহজে নষ্ট হয় না, দেখা গিয়েছে সেই জন্য অনেকেই তা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে থাকেন। আমরা অনেকেই জানি না, কোন প্লাস্টিকের পাত্র মাইক্রোওয়েভ করা উচিত, কোনটা ফ্রিজে ঢোকানো উচিত নয়, কোনটা ডিস ওয়াশার দিয়ে ধোয়া উচিত আর কোনটা নয়। বেশিরভাগ মানুষই এই সব তথ্য ভাল ভাবে না জেনেই প্লাস্টিকের পাত্র ব্যবহার করেন, যা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর হতে পারে।
আরও পড়ুন: হার্ট থেকে ত্বক সবটাই সুস্থ রাখবে কালো আঙুর!