আপনি যদি স্বাস্হ্য সচেতন হন, তাহলে মাউথওয়াশের একখানা বোতল রয়েছে আপনার বাথরুমেও। কিন্তু মাউথওয়াশ শুধু মুখের পরিচ্ছন্নতাই রক্ষা করে না, অন্যান্য আরও অনেক কাজেও ভীষণ ভাবে ভূমিকা নেয়। যে সব মাউথওয়াশে অ্যালকোহল জাতীয় উপাদান থাকে, সেগুলি দৈনন্দিন বিভিন্ন কাজে লাগে। দেখে নিন মাউথওয়াশ আর কী কী কেরামতি দেখাতে পারে।
আরও পড়ুন:
যে ৮ খাবার গরম করে খেলে ক্যানসার পর্যন্ত হতে পারে