ভূতের গল্প লিখেছেন তিনি অনেক। কিন্তু ভূত দেখেছেন কি? স্বয়ং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মুখেই শুনে নেওয়া যাক তাঁর জীবনের অভিজ্ঞতা। হিলতলা জুতো পরে খট খট শব্দ করে তাঁর ঘরে হেঁটে বেড়াতেন কি কোনও মেম ভূত? যে টেবিলের চার পাশে সেই শব্দ শোনা যেত, সেটি কি তবে সেই মহিলারই ছিল?