প্রার্থীদের ভোটের ডায়েট

দোরগোড়ায় ভোট। প্রচার চলছে জোরকদমে। চড়চড় করে বাড়ছে রোদের তাপও। এই তো সবে গরমের সূচনা। ভোট মরসুমে প্যাচপ্যাচে গরমে ভোটরে প্রচার করতে কী ভাবে নিজেদের খেয়াল রাখছেন প্রার্থীরা? তারকা প্রার্থীরা কী ভাবে বাকি কাজ সামলেও ভোটের প্রচারে থাকেন তরতাজা? এই তিন মাসের ডায়েট কী রাখছেন তাঁরা? দেখে নিন।

Advertisement
শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৬ ১১:৪৩
Share:

দোরগোড়ায় ভোট। প্রচার চলছে জোরকদমে। চড়চড় করে বাড়ছে রোদের তাপও। এই তো সবে গরমের সূচনা। ভোট মরসুমে প্যাচপ্যাচে গরমে ভোটরে প্রচার করতে কী ভাবে নিজেদের খেয়াল রাখছেন প্রার্থীরা? তারকা প্রার্থীরা কী ভাবে বাকি কাজ সামলেও ভোটের প্রচারে থাকেন তরতাজা? এই তিন মাসের ডায়েট কী রাখছেন তাঁরা? দেখে নিন।

Advertisement

বাইচুং ভুটিয়া, তৃণমূল প্রার্থী, শিলিগুড়ি

সকাল: ফলের রস, ডিম, টোস্ট, চা।

Advertisement

দুপুর: ড্রাই ফ্রুটস, দু’তিনটে ফল, ফলের রস।

রাত: রুটি, ভাত ডাল, চিকেন স্ট্যু।

এছাড়াও: সারা দিনে প্রচুর জল।

জ্ঞানসিংহ সোহনপাল, কংগ্রেস প্রার্থী, খড়্গপুর সদর

সকাল: দু’টো ইডলি অথবা ছাতু।

দুপুর: দু’টো দইবড়া।

রাত: একবাটি ডাল দিয়ে একটা রুটি।

এছাড়াও: কাজের ফাঁকে কফি, নয়তো চা।

কান্তি গঙ্গোপাধ্যায়, সিপিএম, রায়দিঘি

দুপুর: ভাত, ডাল, আলু পোস্ত, আমের চাটনি।

রাত: ডাল দিয়ে একটা রুটি।

এছাড়াও: বিকেলে শসা-মুড়ি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement