প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
ভারত থেকে যাঁরা হালে বিদেশে যেতে চান, করোনা টিকার শংসাপত্র তাঁদের পাসপোর্টের সঙ্গে যুক্ত করতে হবে। এ কথা অনেকেই জানেন। কিন্তু এটা ভাল করে জানেন না, কোন পদ্ধতিতে পাসপোর্ট আর টিকার শংসাপত্র যুক্ত করা যাবে।
হালে ‘আরোগ্য সেতু অ্যাপ’-এর তরফে জানানো হয়েছে, টিকার শংসাপত্রে পাসপোর্টের নম্বর যুক্ত করা যাবে। কী পদ্ধতিতে যুক্ত করা যাবে, তাও বলা হয়েছে অ্যাপটির নেটমাধ্যম থেকে।
ধাপে ধাপে দেখে নেওয়া যাক পদ্ধতিটি কেমন:
• প্রথমে কোউইন-এ লগ ইন করতে হবে
• নিজের অ্যাকাউন্টে প্রবেশ করলে একটি বিভাগ দেখা যাবে, যার নাম ‘রেইজ অ্যান ইস্যু’
• তার মধ্যে থেকে ‘পাসপোর্ট’ বিভাগটি বেছে নিতে হবে
• তার তলায় ‘পার্সন’ বলে একটি অংশ আসবে
• সেই ‘পার্সন’ বিভাগে ঢুকে গিয়ে পাসপোর্টের নম্বর এবং অন্যান্য তথ্য দিতে হবে
• সব শেষে ‘সাবমিট’ বোতাম টিপে যাবতীয় তথ্য এই অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে
এর কিছু ক্ষণের মধ্যেই নতুন শংসাপত্র মোবাইল ফোনে চলে আসার কথা। নতুন শংসাপত্রে পাসপোর্ট নম্বরটিও ছাপা থাকবে। এর ফলে যাঁরা দেশের বাইরে যেতে চান, টিকা সংক্রান্ত জটিলতা তাঁদের অনেকটাই কমে যাবে বলে আশা।
এই প্রক্রিয়াটি মাত্র এক বারই করা যাবে। তাই পাসপোর্টের নম্বর দেওয়ার সময় খুব সাবধানে কাজটি করতে বলা হয়েছে অ্যাপের তরফে।