লাল দেওয়ালের সঙ্গে সাদা চাদর, পর্দায় ঘর সাজাতে পারলে ফুরফুরে হবে গ্রীষ্ম। ফাইল চিত্র
গ্রীষ্মকালে কোন রঙের দেওয়ালে সাহাবেন ঘর? যাতে গৃহবন্দি এ সময়ে মন ভাল থাকে?
এ দেশে গরম পড়লেই ঘরে একটু হাওয়া ঠান্ডা করতে ইচ্ছা হয়। তার মধ্যে দিন কাটছে বাড়িতে আটকেই। সর্বক্ষণ শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্রের উপরে নির্ভর করলেও চলে না। তবে কী ভাবে তা করা সম্ভব? ঘরের সাজ পরিবর্তন করা যায় কি না, তা ভেবে দেখা যায়। সবচেয়ে সহজ উপায় হল রং বদল। যাতে ঘর খোলামেলা দেখায়। মন ঠান্ডা থাকে।
কোন কোন রঙে সাজাতে পারেন ঘর?
সাদা: বেশি রঙিন দেওয়াল পছন্দ না হলে এটিই ভাল। যে কোনও রঙের আসবাব ভাল দেখাবে এর সঙ্গে। আর ঘরের অন্দরও বড় দেখাবে।
লাল: লালের সঙ্গে যে কোনও রং মানায়। বিশেষ করে সাদা। লাল দেওয়ালের সঙ্গে সাদা চাদর, পর্দায় ঘর সাজাতে পারলে ফুরফুরে হবে গ্রীষ্ম।
সবুজ: অন্দরসজ্জায় বিশেষ দেখা যায় না এই রং। তবে সবুজের আমেজ আলাদা। এতে উজ্জীবিত হয়ে ওঠে মন। হাল্কা সবুজ দেওয়ালের সঙ্গেও নানা রঙের আসবাব, পর্দা মানায়। নীলের সঙ্গে সবুজ মেলালে গ্রীষ্মকালে আসতে পারে আরামের ছোঁয়া।