Cleaning Tips

Cleaning Tips: পুজোর আগের শেষ শনিবার পরিষ্কার করবেন বিছানার গদি? রইল সহজ উপায়

পুজোর আগে বাড়ি পরিষ্কার করার তোড়জোড় শুরু হয়। বিছানার চাদর, বালিশের ঢাকা তো বদলাবেনই। তার আগে পরিষ্কার করুন গদি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২১ ১৬:১২
Share:

প্রতীকী ছবি।

পুজোর আগের শেষ সপ্তাহান্ত। মোটামুটি বাড়ির যাবতীয় ধুলো-ময়লা পরিষ্কার তো করে ফেলেছেনই। এ বার বাকি রয়েছে বিছানা-বালিশ পরিষ্কার করা কিংবা নতুন পর্দা লাগানো। বিছানার চাদর, বালিশের ঢাকা তো বদলাবেনই। তার আগে সহজেই পরিষ্কার করে ফেলুন বিছানার গদি।

Advertisement

প্রতীকী ছবি।

কী ভাবে বিছানার গদি পরিষ্কার করবেন?

১) প্রথমে বিছানার চাদর ও বালিশের ঢাকাগুলি খুলে ফেলুন।

২) এর পর ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে গদির পুরো অংশের ধুলো ভাল করে পরিষ্কার করুন। গদির কোণের দিকটিতেও ঠিক করে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করে পরিষ্কার করে নিন। দেখবেন, যেন কোনও ভাবেই ধুলো জমে না থাকে।

৩) গদির উপরে অনেক সময়ে নানা রকম দাগ লেগে থাকে। কিন্তু এই দাগ পরিষ্কার করার জন্য কোনও ভাবেই সাবান মেশানো জল ব্যবহার করবেন না। স্টেন রিমুভার ব্যবহার করলে সহজেই দাগ উঠে যাবে।

৪) হাতে সময় থাকলে ঘণ্টা কয়েকের জন্য রোদে গদি মেলে দিন। এতে গদিতে থাকা ক্ষতিকর ব্যাক্টিরিয়া সহজেই ধ্বংস হবে।

৫) রোদে দেওয়া সম্ভব না হলে গদির উপর ভাল করে বেকিং সোডা ছড়িয়ে ঘণ্টা খানেক রেখে দিন। তার পর আবারও ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে গদি পরিষ্কার করে নিন। বেকিং সোডা দিয়ে পরিষ্কার করলেও জীবাণু নাশ হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement