ই-সিগারেট যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তা এখন জেনে গিয়েছেন প্রায় সকলেই। মনভোলানো ফ্লেভার আর গালভরা নামে প্রথমে চমকে দিলেও ধীরে ধীরে ভিলেন হয়ে উঠেছে ই-সিগারেট। কোন ফ্লেভার সবচেয়ে ক্ষতিকারক জানেন? চিকিত্সকরা জানাচ্ছেন, সবচেয়ে বেশি স্বাস্থ্যের ক্ষতি করে ‘চেরি ক্রাশ’ ও ‘ভিভিড ভ্যানিলা’।
চেরি ফ্লেভার ই-সিগারেটের ধোঁয়ায় রয়েছে বেশি পরিমাণ বেঞ্জলডিহাইড। গবেষণায় উঠে এসেছে চেরি ফ্লেভার সিগারেটের ৩০টা পাফ নিলে যে পরিমাণ ক্ষতি হয় তা সাধারণ সিগারেট থেকে হওয়া ক্ষতির থেকেও মারাত্মক।
বহু খাবারে ফ্লেভার যোগ করতে ব্যবহার করা হয় বেঞ্জলডিহাইড। যা ফুসফুসের জন্য বেশ ক্ষতিকারক। মোট ১৪৫টি ই-সিগারেটের লেবেল ধরে পরীক্ষা চালানো হয়। এর মধ্যে ১০৮টি সিগারেটে বেঞ্জলডিহাইড পাওয়া গিয়েছে। ফ্লেভার অনুযায়ী যে হিসেব দাঁড়ায়,
বেরি ফ্লেভার-৪০টা
তামাক ফ্লেভার-৩৭টা
অ্যালকোহল ফ্লেভার-১৫টা
চকোলেট ফ্লেভার-১১টা
কফি/চা ফ্লেভার-১১টা
মিন্ট ফ্লেভার-১০টা
চেরি-১০টা
অন্যান্য-১১টা
দেখা গিয়েছে চেরি ফ্লেভার সিগারেটে অন্য ফ্লেভারের তুলনায় ৪৩ শতাংশ বেশি বেঞ্জলডিহাইড থাকে। থোরাক্স অনলাইনে প্রকাশিত হয়েছে এই গবেষণার ফল।