Optical Illusion

Optical Illusion: ছবির মধ্যে লুকিয়ে আছে আস্ত একটি ব্যাঙ, দেখুন তো খুঁজে পান কি না

ছবিটি একটি জলাশয়ের। কালো জলের উপর ভেসে আছে বেশ কয়েকটি জলজ ফুল ও পাতা। আর এই ফুল-পাতার মধ্যেই বসে রয়েছে একটি ব্যাঙ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২২ ১৪:৫৯
Share:

কোথায় লুকিয়ে ব্যাঙ? ছবি: সংগৃহীত

বৈচিত্রের শেষ নেই প্রকৃতির বুকে। তার রহস্য প্রতিনিয়তই অবাক করে মানুষকে। কখনও কখনও প্রকৃতির অবাক করা খেলায় কোনও কিছু চোখের সামনে থাকলেও আমরা তা দেখতে পাই না। তেমনই একটি ছবি কিছু দিন ঘুরছে নেটমাধ্যমে।

Advertisement

ছবিটি একটি জলাশয়ের। কালো জলের উপর ভেসে আছে বেশ কয়েকটি জলজ ফুল। ছড়িয়ে রয়েছে পাতাও। আর এই ফুল-পাতার মধ্যেই বসে রয়েছে একটি ব্যাঙ। মূলত ফুল-পাতার রঙের কারণেই চোখের সামনে থাকলেও এক নজরে খুঁজে পাওয়া যাচ্ছে না ব্যাঙটিকে।

ক্ষণিকের মজার জন্য যাঁরা হরেক রকমের ধাঁধার সমাধান করতে ভালবাসেন, তাঁদের জন্য এ কার্যত এক ধাঁধাই। আর প্রকৃতিপ্রেমীদের জন্য এ অনাবিল প্রকৃতির বৈচিত্রের নিদর্শন। যাঁরা কোনও মতেই খুঁজে পাচ্ছেন না ব্যাঙটিকে, তাঁদের জন্য সবার শেষে রইল সমাধান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement