আপনি কি জলের ব্যাপারে খুঁতখুঁতে? নাকি তেষ্টা পেলে সাত-পাঁচ না ভেবে যেখানে সেখানে জল খেয়ে ফেলেন? ধূর! জল নিয়ে অত শত ভাবলে চলে? বেশির ভাগ মানুষই আপনার মতো। জলের ব্যাপারে অত কিছু ভাবেন না। এ দিকে এই জল থেকেই ছড়ায় সব থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া। তবে চিন্তা নেই। আর বিশেষ সাবধান থাকতে হবে না। এ বার এসে গেল এমন এক বোতল যে আপনি চুমুক দিলে নিজে থেকেই পরিশোধন করে দেবে জল!
নির্বানা বিইং নামের এক সংস্থা নিয়ে এসেছে এই বিশেষ বোতল। নাম বোবল। ৫০০ মিলি বোবল বোতলের দাম ৯৫০ টাকা। কার্বন ফিল্টারের সাহায্যে জল পরিশোধন করবে বোবল।
নির্বানা বিইংয়ের প্রতিষ্ঠাতা জয় ধর গুপ্তা বলেন, ‘‘জল খাওয়ার জন্য পুরসভার কল রয়েছে। কিন্ত সেই জল খেতে খুব খারাপ। এতে রাসায়নিক ও ক্লোরিন রয়েছে। এই বোতলের কার্বন ফিল্টার সব পরিশোধন করে জলকে মিষ্টি ও সুস্বাদু করবে।’’ ‘পলিভিনাইল ক্লোরাইড’ ও ‘বিসফেনল এ’ মুক্ত বাবল মোট ৩০০ বার জল পরিশোধন করতে পারবে। এর পর বদলে ফেলতে হবে। যার খরচ প্রায় ৫০ টাকা।
গুপ্তা বলেন, ‘‘যদি শুধু বোতলের দাম ধরা হয় তবে প্রতি বোতল জলের দাম ৩ টাকা, ফিল্টারের দাম দেড় টাকা।’’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবথেকে দূষিত প্রথম ২০টি শহরের মধ্যে ১৩টি শহরই ভারতের। প্রথম দিল্লি।