Ink Stain

বুকপকেটে রাখা কলম থেকে সাদা জামায় কালি চুঁইয়ে পড়েছে? ঘরোয়া ৩ টোটকা দূর হবে দাগ

অনেক সময় অসাধনতাবশত জামায় কালির আঁচড় পড়ে। সেই দাগ তুলতে বেশ সমস্যা হয়। কলমের কালি লেগে গিয়েছে বলে তো আর পোশাকটি ফেলে দেওয়া যায় না। পোশাক থেকে কী ভাবে দূর করবেন কলমের কালি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৪ ১৯:১৩
Share:

জামায় কালির দাগ তুলবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।

বুকপকেটে কলম গুঁজে রাখার অভ্যাস অনেকেরই আছে। দরকারে ব্যাগ হাতড়ে কলম খুঁজে পাওয়া যায় না, ঝামেলা এড়াতে তাই পকেটেই কলম রাখেন বহুজনে। তা ছাড়া বুকপকেটে কলম রাখলে দেখতেও বেশ সপ্রতিভ লাগে। কিন্তু মাঝেমাঝেই কলম চুইঁয়ে কালির দাগ পড়ে যায় জামায়। সাদা জামা হলে তো রক্ষে নেই! সাদা ধবধবে জামায় কালি লেপ্টে একাকার হয়। অনেক সময় অসাধনতাবশত জামায় কালির আঁচড় পড়ে। সেই দাগ তুলতে বেশ সমস্যা হয়। কলমের কালি লেগে গিয়েছে বলে তো আর পোশাকটি ফেলে দেওয়া যায় না। পোশাক থেকে কী ভাবে দূর করবেন কলমের কালি?

Advertisement

নুন

পোশাক থেকে পেনের কালির দাগ তুলতে নুন বেশ কার্যকরী। পোশাকের যে অংশে কালি লেগেছে সেই জায়গায় নুন মাখিয়ে রাখুন। তার পর ব্রাশ দিয়ে ঘষলেই দাগ উঠে যাওয়ার কথা।

Advertisement

নেলপালিশ রিমুভার

শুধু নেলপালিশ নয়, রিমুভার দিয়ে পোশাক থেকে পেনের কালির দাগও দূর করে দিতে পারে। কালি লাগা অংশে খানিকটা রিমুভার ভাল করে ঘষে নিলেই দাগ উঠে যাবে।

হেয়ার স্প্রে

হেয়ার স্প্রে দিয়ে পোশাক থেকে কলমের কালি দূর করা যায় সহজেই। কালির দাগের উপর কিছু ক্ষণ হেয়ার স্প্রে করে নিন। তার পর ব্রাশের সাহায‍্য ঘষে নিলেই উঠে যাবে দাগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement