Alia Bhatt

Alia Bhatt & Skincare: কী ভাবে নিজের ত্বকের যত্ন নেন আলিয়া ভট্ট

আলিয়া কি সত্যিই মেকআপ ব্যবহার করেন না? কী ভাবে নিজের রূপের যত্ন নেন? রূপচর্চার জন্য কী করেন তিনি?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৫৩
Share:

কী ভাবে নিজের রূপের যত্ন নেন আলিয়া?

বলিউডের প্রথম সারির সুন্দরীদের কথা তুললেই উঠে আসে আলিয়া ভট্টের নাম। অথচ তাঁর সাজে বেশি মেকআপের উপস্থিতি দেখা যায় না। তাই আলিয়ার রূপের রহস্য নিয়ে আলোচনাও হয় বেশি।

Advertisement

কী ভাবে নিজের রূপের যত্ন নেন আলিয়া? রূপচর্চার জন্য কী কী করেন তিনি?

হাতে সামান্য সময় থাকলেই নিজের মতো করে ফেসপ্যাক বানিয়ে ফেলেন আলিয়া। মূলত মধু আর পেঁপে দিয়েই প্যাক বানান। সেই ফেসপ্যাক দিয়েই মুখ পরিষ্কার করেন।

Advertisement

আলিয়া কি সত্যিই মেকআপ ব্যবহার করেন না?

চোখের যত্নও বিশেষ ভাবে নেন তিনি। চোখের তলায় যাতে ফোলা ভাব না দেখা দেয়, তাই নিয়মিত চোখের তলার একটি ক্রিম ব্যবহার করেন তিনি।

হঠাৎ যদি কোথাও যেতে হয়, তখন বাজার থেকে কেনা শিট মাস্ক ব্যবহার করেন। কয়েক দিন বাইরে ঘুরে ঘুরে কাজ করতে হলেও সেটিই হয় আলিয়ার সঙ্গী। তাতে কম সময়ে ত্বকের খানিকটা যত্ন নেওয়া যায়। অল্প সময়ে তরতাজা দেখায় ত্বক।

পাশাপাশি, নিজের ত্বক নিয়মিত ময়শ্চারাইজও করেন আলিয়া। ত্বকের জেল্লা বাড়ে তাতে।

আলিয়া কি সত্যিই মেকআপ ব্যবহার করেন না?

তা মোটেই নয়। মাঝেমধ্যে অবশ্যই রূপটান পছন্দ করেন অভিনেত্রী। কিন্তু তা অতি হালকা। তবে মেকআপ বাদ দিলেও যেটি একেবারেই কখনও বাদ দেন না, তা হল মুখের মাসাজ। নিজের একটি ফেস মাসাজ রোলার আছে। তা দিয়ে নিয়মিত মাসাজ করেন ত্বক। আর তারই গুণে বুঝি নিশ্চিন্তে বিনা মেকআপে দিব্যি যখন তখন ঘুরে বেড়াতে পারেন বলি-নায়িকা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement