Make Up Tips

Make up tips: রূপটানের সময়ে দেখছেন প্রাইমার শেষ! বাড়িতেই বানিয়ে নিন প্রাইমার

দোকানে নানা ধরনের প্রাইমার পাওয়া যায়। কোনওটি মুখে ঔজ্জ্বল্য বাড়ায়, কোনওটি মুখের রোমছিদ্র সঙ্কুচিত করে, কোনওটি আবার ত্বকের রং সমান করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ২২:৪৯
Share:

প্রাইমার মেকআপকে দীর্ঘস্থায়ী করে এবং আপনার ত্বককে উজ্জ্বল করে। ছবি: সংগৃহীত

ফাউন্ডেশন লাগানোর আগে মুখে প্রাইমার লাগানো ভীষণ জরুরি। প্রাইমার মেকআপকে দীর্ঘস্থায়ী করে এবং আপনার ত্বককে উজ্জ্বল করে।

Advertisement

দোকানে নানা ধরনের প্রাইমার পাওয়া যায়। কোনওটি মুখে ঔজ্জ্বল্য বাড়ায়, কোনওটি মুখের রোমছিদ্র সঙ্কুচিত করে, কোনওটি আবার ত্বকের রং সমান করে তুলতে সাহায্য করে। সব দিক বিবেচনা করলে প্রাইমার ছাড়া আপনার মেকআপ অসম্পূর্ণ!

মেকআপ করতে গিয়ে দেখলেন প্রাইমার নেই। এ বার কী হবে? চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন প্রাইমার।

Advertisement

কী ভাবে বানাবেন প্রাইমার? তা নিয়ে চিন্তায়? দু’ধরনের প্রাইমার বানানো শিখে নিতে পারেন। খুব সহজেই তা ঘরে রেখে দেওয়া যাবে।

প্রতীকী ছবি

১) দু’চামচ গোলাপ জল, এক চামচ অ্যালো ভেরা জেল, দু’ফোটা আমন্ড অয়েল ভাল করে মিশিয়ে নিন। এটি মুখে ব্যবহার করে সম্পূর্ণ ভাবে শুকিয়ে গেলে তবেই মেকআপ শুরু করবেন। একটি কাচের পাত্রে ভরে এই প্রাইমারটি ফ্রিজ রেখে দিন। এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

২) এক চা চামচ কেওলিন ক্লে, এক চা চামচ অ্যারারুট পাউডার আর চার চা চামচ অ্যালো ভেরা জেল ভাল করে মিশিয়ে নিন। মুখে ময়শ্চারাইজর লাগিয়ে নিয়ে একটি ব্রাশ দিয়ে সারা মুখে এই প্রাইমারটি ব্যবহার করুন।

এই প্রাইমারগুলি মুখে লাগনোর আগে হাতে লাগিয়ে পরীক্ষা করে নিতে ভুলবেন না যেন!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement