ত্বকের মৃত কোষ দূর করার নানা উপায় রয়েছে। ছবি: সংগৃহীত
হাজার টোটকা মেনেও ত্বকে জেল্লা না আসার বেশ কিছু কারণ রয়েছে। শীতকালে এমনিতেই ত্বক তার নিজস্ব জৌলুস হারাতে থাকে। ত্বকের পরিচর্যায় নামী-দামি সংস্থার প্রসাধনীও ব্যবহার করেন অনেকে। কিন্তু এত চেষ্টার পর দেখা যায় ত্বকের হাল যে কে সে-ই। এর অন্যতম একটি কারণ হল ত্বকের উপরে জমে থাকা মৃত কোষ পরিষ্কার হচ্ছে না।
ত্বকের মৃত কোষ দূর করার নানা উপায় রয়েছে। ঘরোয়া টোটকা ব্যবহার করা ছাড়াও পার্লারে গিয়েও অনেকে মৃত কোষ দূর করার চেষ্টা করে থাকেন। এ সমস্যা থেকে মুক্তি পেতে রোজের পাতে রাখতে হবে মাত্র তিনটি চেনা সব্জি। তাহলে মিলবে প্রকৃত উপকার।
আলু
দুপুরের খাবার থেকে সকালের নাস্তা, রান্নায় আলুর ভূমিকা অনবদ্য। ত্বকের যত্নেও পারদর্শী আলু। ঝিরি ঝিরি করে আলু কুচিয়ে তাতে অল্প নুন আর হলুদ মাখিয়ে রাখুন। কিছু ক্ষণ পর ভাল করে সেই আলুর কুচি মুখে ঘষে নিন। মিনিট পাঁচেক ঘষতে থাকুন। তার পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। ত্বক থেকে সরে যাবে মৃত কোষ।
পাকা পেঁপে
পাকা পেঁপে অনেক সময়েই রূপচর্চায় ব্যবহার করা হয়। পাকা পেঁপে সবচেয়ে কার্যকর ত্বকের মৃত কোষ তোলার ক্ষেত্রে। পেঁপে সেদ্ধ করে চটকে নিন। তার পর তা লাগিয়ে রাখুন মুখে। অন্তত দশ মিনিট রেখে দিন। একটু শুকিয়ে এলে ভাল করে ঘষে ঘষে মুখ ধুয়ে নিন।
শসা
শসা দিয়ে রূপচর্চা নতুন নয়। তবে ত্বকের মৃত কোষ তুলে দিতেও বেশ কার্যকর শসা। এক টুকরো শসা ভাল ভাবে মুখে ঘষতে থাকতে পারেন। মিনিট পাঁচেক টানা তা করলেই বেশ কাজ হবে। আরও একটি কাজ করা যায় শসা আর টম্যাটো বেটে নিয়ে তা মুখে লাগিয়ে রাখতে পারেন। কিছু পর মিশ্রণটি মুখে শুকিয়ে গেলে ঘষে ঘষে তুলে ফেলুন। তার পর মুখ মুছে নিন একটি ভিজে টিস্যু দিয়ে। ত্বক হবে ঝকঝকে।