Homemade Korean Mask

ত্বকের কালচে ছোপ দূর হবে, জেল্লা ফিরবে, কী ভাবে? বাড়িতে তৈরি কোরিয়ান ৩ মাস্ক দিয়ে

রূপচর্চা শিল্পীরা বলছেন, কোরিয়ান মাস্ক, টোনার বা ক্রিমের কথা বললে প্রথমেই চাল ধোয়া জল, চালের গুঁড়োর কথা মাথায় আসে। তবে ওইটি ছাড়া আরও অনেক উপাদান আছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৭
Share:

মুখের জেল্লা ফিরবে কোরিয়ান মাস্কে। ছবি: সংগৃহীত।

কোরিয়ানদের মতো স্বচ্ছ ত্বক পাওয়ার আশা কার না থাকে? কিন্তু বিস্তর দাম দিয়ে বিদেশি প্রসাধনী তো সকলে কিনতে পারেন না। তা হলে কাচের মতো স্বচ্ছ ত্বক অধরাই থাকবে? রূপচর্চা শিল্পীরা বলছেন, কোরিয়ান মাস্ক, টোনার বা ক্রিমের কথা বললে প্রথমেই চাল ধোয়া জল, চালের গুঁড়োর কথা মাথায় আসে। তবে ওইটি ছাড়া আরও অনেক উপাদান আছে, যেগুলি মাস্ক হিসাবে ব্যবহার করলেও দাগছোপ বিহীন উজ্জ্বল ত্বকের আশা পূরণ হবে।

Advertisement

১) চালের গুঁড়ো, মধু:

ছোট একটি পাত্রে এক টেবিল চামচ চালের গুঁড়ো এবং মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে মেখে রাখুন পনেরো মিনিট। হালকা হাতে মাসাজ করে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’-তিন এই মাস্ক ব্যবহার করলে ত্বকের উপর থেকে মৃত কোষের স্তর সরে যাবে, জেল্লা ফুটে উঠবে।

Advertisement

২) টক দই, লেবুর রস:

ছোট একটি পাত্রে ২ টেবিল চামচ টক দই এবং ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। মুখে এই মিশ্রণ মেখে রাখুন দশ-পনেরো মিনিট। তার পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তবে যাঁদের ত্বক স্পর্শকাতর, তাঁরা এই মাস্ক মাখার আগে প্যাচ টেস্ট করে নেওয়া প্রয়োজন।

৩) কলা, অ্যালো ভেরা জেল:

ছোট একটি পাত্রে পাকা কলা ভাল করে চটকে নিন। তার সঙ্গে পরিমাণ মতো অ্যালো ভেরা জেল মিশিয়ে নিন। সেই মিশ্রণ মুখে মেখে রাখুন মিনিট পনেরো। তার পর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বকে জেল্লা ফিরবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement