Skincare with Cornflour

ময়দা, বেসন কিংবা চালের গুঁড়ো নয়! কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি প্যাকেই মুখের জেল্লা ফিরবে

নানা ধরনের ভিটামিন, খনিজ রয়েছে কর্নফ্লাওয়ারে। এ ছাড়া রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট, যা ত্বকের প্রদাহজনিত সমস্যা নিরাময় করতে সাহায্য করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৭
Share:
Cornflour

কর্নফ্লাওয়ার দিয়ে ত্বকের যত্ন নেবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।

বিশেষ দিনে পছন্দের মানুষটির সঙ্গে সন্ধ্যায় বাইরে খেতে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তার আগে নিজেকে একটু ধোপদুরস্ত হতে হবে। কিন্তু সালোঁয় গিয়ে ফেশিয়াল বা ক্লিনআপ করার মতো সময় হাতে নেই। তা হলে কী করবেন? রূপচর্চা শিল্পীরা বলছেন, বাড়িতে কর্নফ্লাওয়ার থাকলেই কেল্লাফতে। ত্বকের যত্নে এই উপাদানটির ভূমিকা কম নয়।

Advertisement

কর্নফ্লাওয়ারে কী এমন আছে?

নানা ধরনের ভিটামিন, খনিজ রয়েছে কর্নফ্লাওয়ারে। এ ছাড়া রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট, যা ত্বকের প্রদাহজনিত সমস্যা নিরাময় করতে সাহায্য করে। স্পর্শকাতর ত্বক একটুতেই লাল হয়ে যায়, জ্বালা করে। এই ধরনের অস্বস্তি দূর করতে কর্নফ্লাওয়ার দারুণ কাজ করে। তৈলাক্ত ত্বক থেকে অতিরিক্ত তেল শুষে নিতে সাহায্য করে এই উপাদানটি।

Advertisement

শুধু জলের সঙ্গে কর্নফ্লাওয়ার মিশিয়ে মাখলেই হবে, না কি তার সঙ্গে কিছু মেশাতে হবে?

১) কর্নফ্লাওয়ার, লেবুর রস এবং মধু:

ত্বক যদি তৈলাক্ত হয়, সে ক্ষেত্রে কর্নফ্লাওয়ারের সঙ্গে লেবুর রস এবং মধু মিশিয়ে মাখতে পারেন। ব্রণ থাকলে কমবে। আবার, ওপেন পোরসগুলিও সঙ্কুচিত হবে। তবে কারও ত্বক যদি স্পর্শকাতর হয়, তা হলে এই প্যাক মাখার আগে ‘প্যাচ টেস্ট’ করে নিতে হবে।

২) কর্নফ্লাওয়ার, টম্যাটোর ক্বাথ:

রোদে ঘুরে মুখে ট্যান পড়েছে? কর্নফ্লাওয়ারের সঙ্গে টম্যাটোর ক্বাথ মিশিয়ে মুখে মেখে ফেলুন। মিনিট পনেরো রেখে দিন। তার পর হালকা হাতে বৃত্তাকারে মাসাজ করে ধুয়ে ফেলুন। ‘ট্যান’ তো উঠবেই। সঙ্গে ত্বকের পিএইচের সমতা বজায় থাকবে। মৃত কোষ সরে গিয়ে জেল্লা ফুটে উঠবে।

৩) কর্নফ্লাওয়ার, পাকা কলা:

ত্বক অতিরিক্ত শুষ্ক হলে কী করবেন? কর্নফ্লাওয়ারের সঙ্গে পাকা কলা চটকে একটা মিশ্রণ তৈরি করে ফেলুন। ওই মিশ্রণ মুখে মেখে রাখুন মিনিট পনেরো। খসখসে ত্বক পেলব হবে। বলিরেখা-যুক্ত, কুঁচকে যাওয়া ত্বকও টান টান হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement