Hairstyle Tips

লম্বা চুলের সাজ নিয়ে চিন্তা? কেশসজ্জার সহজ কৌশল জানলেই সুন্দর করে সাজতে পারবেন

ধোপদুরস্ত পোশাকের সঙ্গে মানানসই চুলের কায়দা হওয়া চাই। লম্বা চুল বেশি ক্ষণ ছেড়ে রাখলেই জট পেকে যায়। আবার ঠিকমতো না বাঁধলে দেখতেও ভাল লাগে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৬:২৬
Share:
These are some hairstyles for long hair women

বিয়েবাড়ি হোক বা পার্টি, কেশসজ্জার নানা কৌশল জেনে নিন। ছবি: সংগৃহীত।

সাজগোজ যতই করুন না কেন, ঠিকমতো কেশসজ্জা না করতে পারলে পুরো সাজটাই মাটি। চুল ছোট হোক বা বড়, কী ভাবে চুল বাঁধলে দেখতে ভাল লাগবে, তা নিয়ে ভাবনার শেষ থাকে না। ধোপদুরস্ত পোশাকের সঙ্গে মানানসই চুলের কায়দা হওয়া চাই। লম্বা চুল বেশি ক্ষণ ছেড়ে রাখলেই জট পেকে যায়। আবার ঠিকমতো না বাঁধলে দেখতেও ভাল লাগে না। জেনে নিন কম সময়ে কী ভাবে, কোন কেশসজ্জায় রূপ খুলবে?

Advertisement

স্লিক হাই পনিটেল

চুল লম্বা বা মাঝারি হলে স্লিক পনিটেল খুবই ভাল লাগবে। ভাল করে আঁচড়ে উঁচু করে পনিটেল করে নিন। চুল ছোট ও ঘন হলে ওয়াটারফল ব্রেড বা হাফ পনিটেলও করতে পারেন।

Advertisement

মেসি বান

চুলে হালকা কার্ল থাকলে এমন ভাবে চুল বাঁধা যেতে পারে। আলগা ভাবে খোঁপা করুন, একটু যেন অগোছালো দেখায়। সঙ্গে জুড়ে দিন হালকা এবং সুন্দর একটা কাঁটা।

ফিশটেল ব্রেড

দু’দিক দিয়ে পার্টিং করে মাথার মাঝখানে পাফ করতে পারেন। দু’দিকে কানের উপরের চুল নিয়ে খেজুর বিনুনি করুন। পিছনের লম্বা চুল ধরে শেষ পর্যন্ত একটা খেজুর বিনুনি করুন।

টুইস্টেড ব্রেড

স্ট্রেট চুলেই এই ব্রেড বেশি ভাল বোঝা যায়। তাই চুল কোঁকড়ানো হলে, স্ট্রেটনিং করিয়ে নিন। মিডল পার্ট করে বাঁ দিক থেকে চুল নিয়ে বিনুনি করুন। আবার একই ভাবে ডান দিকের চুল নিয়ে আরও একটি বিনুনি করুন। ক্লিপ দিয়ে বিনুনিগুলো পিছনের দিকে সেট করে নিন। চুলের নীচের অংশে আউট কার্ল করতে পারেন। এতে চুলের ঘনত্ব বেশি দেখাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement