Hair growth Tips

চুল কিছুতেই লম্বা হচ্ছে না? প্রসাধনী নয়, ৩ ভেষজ উপাদানেই হবে মুশকিল আসান

চুল লম্বা করতে অনেকেই বাজারচলতি প্রসাধনী ব্যবহার করেন। তাতে চুলের ক্ষতিই হয়। সে কারণে ভেষজ উপাদানেই ভরসা রাখা জরুরি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৯:২৯
Share:
These 3 Indian herbs are very useful for hair growth

চুল লম্বা ও ঘন করতে কী কী ব্যবহার করবেন? ছবি: ফ্রিপিক।

ঘরোয়া টোটকায় যে কত সমস্যার সমাধান লুকিয়ে থাকে তার হিসাব নেই। বিশেষ করে রূপচর্চার ক্ষেত্রে ঘরোয়া টোটকার কোনও বিকল্প নেই। লম্বা, ঘন, কালো চুলের শখ অনেকেরই থাকে। কোমর অবধি লম্বা চুল হবে এমন আশা করে অনেকেই চুল কাটতে চান না। কিন্তু চুল বাড়লেই তো হল না, চুলের গোড়াও মজবুত থাকা জরুরি। পাশাপাশি চুলের ঘনত্বও বাড়তে হবে। সেই সঙ্গে খেয়াল রাখতে হবে, ডগা ফাটার সমস্যা হচ্ছে কি না। যদি লম্বা ও জেল্লাদার চুল চান, তা হলে গাদাখানেক প্রসাধনী মেখে লাভ হবে না। বাজারচলতি তেল বা শ্যাম্পুও তেমন ভাবে কাজে আসবে না। সে ক্ষেত্রে ভরসা রাখতে পারেন ভেষজ উপাদানেই।

Advertisement

কোন তিন ভেষজ উপাদানে চুল ঘন ও লম্বা হবে?

ভৃঙ্গরাজ

Advertisement

আয়রন, ভিটামিন ই, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়ামে পূর্ণ ভৃঙ্গরাজ। ভিটামিন ই, সি, বি১, বি২, আয়রন, জ়িঙ্ক, সেলেনিয়াম, ম্যাগনেশিয়াম থাকায় এটি চুলের বৃদ্ধিতে বিশেষ ভাবে সাহায্য করে। চুল পড়া বন্ধ করে। ভৃঙ্গরাজে থাকে ফাইটোস্টেরল নামক অ্যান্টি-অক্সিড্যান্ট যা চুল পড়া রুখতে, চুল স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে সাহায্য করে। ভৃঙ্গরাজের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-ফাঙ্গাল গুণ শুধু খুশকি রোধ করে না, মাথার ত্বকে যে কোনও প্রকারের সংক্রমণও রুখে দেয়।

মেথি

মেথি শুধু শরীরের নয়, একইসঙ্গে যত্ন নেয় চুলেরও। বিশেষ করে চুল লম্বা করতে মেথির জুড়ি মেলা ভার। মেথিতে রয়েছে প্রোটিন এবং নিকোটিন অ্যাসিড, যা লম্বা চুলের অন্যতম রহস্য। মেথি খেলে তো উপকার পাবেনই। সেই সঙ্গে মেথির প্যাক বানিয়েও চুলে লাগাতে পারেন। উপকার পাবেন। মেথি বেটে তার সঙ্গে মধু মিশিয়ে বা অ্যালো ভেরা জেল মিশিয়ে প্যাক বানিয়ে মাথায় মাখতে পারেন। এতে চুলের গোড়া মজবুত হবে, চুল পড়াও বন্ধ হবে।

আমলকি

আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা চুল ভাল রাখতে এবং পাকা চুলের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। মাথার ত্বকের সংক্রমণ, খুশকির সমস্যা কমাতেও আমলকি বিশেষ কার্যকর। এ ছাড়া আমলকিতে থাকা বিভিন্ন ভিটামিন এবং খনিজের গুণে চুলের গোড়া মজবুত হয়, রুক্ষ চুলে জেল্লা ফেরে।


২-৩ চা-চামচ আমলকির গুঁড়ো ৩ চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে মিশিয়ে নিন। সরাসরি এই গাছের শাঁস ব্যবহার করলে অনেক সময় চুলকানি, জ্বালা হতে পারে। তাই বাজার চলতি অ্যালো ভেরা জেল ব্যবহার করাই ভাল। দু’টি উপকরণ ভাল ভাবে মিশিয়ে পরিষ্কার মাথায় মেখে নিন। হালকা হাতে মালিশ করুন। তার পর আধ ঘণ্টা রেখে চুল ধুয়ে নিন। চুল ধোয়ার সময় মৃদু কোনও শ্যাম্পু ব্যবহার করুন। আমলকির সঙ্গে অ্যালো ভেরা মিশিয়ে মাথায় মাখলে চুলের স্বাস্থ্য ভাল হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement