বিয়ের আংটির পরতে পরতে লেগে থাকে জীবনের নতুন অধ্যায় শুরুর উত্তেজনা এবং বিশেষ দিনের স্মৃতি। ছবি: শাটারস্টক।
বিয়ের প্রস্তুতি শুরু হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে অন্যতম হল গয়না বাছাই। গয়নার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অলঙ্কার বিয়ের আংটি। যে আংটির পরতে পরতে লেগে থাকে জীবনের নতুন অধ্যায় শুরুর উত্তেজনা এবং বিশেষ দিনের স্মৃতি। স্বাভাবিক ভাবেই আংটির নকশা নিয়ে আমরা বেশ সচেতন থাকি। দোকানে দোকানে ঢুঁ মারি কী নতুন নকশা এল, তা যাচাই করে নেওয়ার জন্য। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি, আপনার জন্য কোন ধরনের আংটি মানানসই?
আঙুল ছোট হলে
এমন অনেকেই থাকেন, যাঁরা উচ্চতায় খাঁটো। তাই হিল ছাড়া কিছুই তাঁদের পছন্দ হয় না। তবে আঙুল ছোট হলে তা লম্বা দেখানোর কি কোনও উপায় আছে? ছোট ছোট আঙুলে ডিম্বাকৃতি পাথরের আংটি বেশ মানায়। আঙুলটিও বড় দেখায়।
আঙুল লম্বা হলে
আপনার কি লম্বা আঙুল? তা হলে আপনি আঙটি নিয়ে নানা পরীক্ষানিরীক্ষা করতে পারেন। বিভিন্ন জ্যামিতিক আকৃতির আংটি আপনাকে ভাল মানাবে। বড় পাথরও বেছে নিতে পারেন নিজের জন্য। চওড়া ব্যান্ডের আংটিও ভাল মানাবে। তিন-চার প্যাঁচের আংটিও লম্বা অঙুলে ভাল মানায়।
আঙুল দেখে আংটি কিনুন।
আঙুল সরু হলে
খুব সরু আঙুল হলে খুব বড় মাপের পাথরও এড়িয়ে চলুন। চওড়া ব্যান্ডের মধ্যে ছোট পাথর আপনার আঙুলে ভাল মানাবে।
আঙুল মোটা হলে
মোটা আঙুলের ক্ষেত্রে বড় পাথর দেওয়া নানা ডিজ়াইনের আংটি পরতে পারেন। এতে আঙুল সরু দেখাবে এবং হাতের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলবে।
শুধু আঙুলের মাপ দেখেই নয়, এমন আংটি কিনুন যা আপনার ব্যক্তিত্বের সঙ্গেও মানানসই হয়।