ছবি: সংগৃহীত।
তৈলাক্ত ত্বকের দেখাশোনায় ভুল করা বারণ। তাতে সমস্যা বাড়ে। তৈলাক্ত ত্বক হলে তাই পরিচর্যায় বাড়তি নজর দেওয়া জরুরি। যত্ন নিতে গিয়ে অনেকেই নানা ভুল করে ফেলেন। সেই ছোটখাটো ভুলেই ত্বকের সমস্যা বা়ড়তে থাকে। শীতে তৈলাক্ত ত্বকের বাড়তি খেয়াল রাখতে হবে। কোন ভুলগুলি করলে সমস্যা হতে পারে?
১) তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে গরম জল দিয়ে মুখ ধোয়ার অভ্যাস একেবারেই সঠিক নয়। এতে ত্বক আরও বেশি পরিমাণে তেল উৎপাদন করে। তাই মুখ ধুতে ঈষদুষ্ণ জল ব্যবহার করাই ভাল।
২) তৈলাক্ত ত্বকের জন্য টোনার ব্যবহার করা খুবই জরুরি। ভাল মানের টোনার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে। তবে অ্যালকোহল মুক্ত টোনার ব্যবহার করা ভাল। না হলে ত্বক বেশি শুষ্ক হয়ে পড়তে পারে।
৩) তৈলাক্ত ত্বকের পরিচর্যায় এসেনশিয়াল অয়েল ব্যবহার না করার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। তৈলাক্ত ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক রাখতে হোহোবা অয়েল, ল্যাভেন্ডার অয়েল, রোজমেরি অয়েলের মতো ত্বক বান্ধব উপাদানগুলি ব্যবহার করা প্রয়োজন।