গালে মিশল হৃদয়, মেকআপে কোন কৌশল দেখালেন সারা? ছবি: ফ্রিপিক।
অভিনয় জগতে পা রাখবেন কি না, তা বলবে সময়। তবে সাজগোজে যে সচিন তেন্ডুলকরের কন্যা সারা বি-টাউনের অভিনেত্রীদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন, তা প্রমাণ করেছেন ইতিমধ্যেই। সমাজমাধ্যমে তাঁর অনুরাগী সংখ্যা ৭৩ লক্ষ ছাড়িয়েছে । মডেলিং দুনিয়াতেও ক্রমশ পরিচিত হয়ে উঠছেন সারা তেন্ডুলকর।
কখনও পোশাকশিল্পী অনিতা ডোংরের সাবেক পোশাকে সকলের মন জয় করে নিয়েছেন সারা। আবার কখনও গোয়ার সৈকতে বিকিনিতে হয়ে উঠেছেন জলপরি। তাঁর স্বল্প মেকআপ, নিজস্ব সৌন্দর্য উঠে এসেছে চর্চায়। সেই সারাই এ বার ব্লাশ ব্যবহারের একটি কৌশল দেখালেন। সমাজমাধ্যমে সেই সহজ রূপটানের ঝলক প্রকাশ পেয়েছে। তাতেই দেখা যাচ্ছে, কী ভাবে হৃদয়ে এঁকে গালে গোলাপি ছোঁয়া আনছেন সারা। একেই বলা হচ্ছে ‘হার্ট ব্লাশ’।
কিন্তু কী এই পদ্ধতি?
‘হার্ট ব্লাশ’ অবশ্য রূপটানের জগতে নতুন নয়। গালে হালকা গোলাপি আভা আনতে ব্লাশ ব্যবহার করা হয়। এ ক্ষেত্রে ছোট একটি হৃদয় এঁকে ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে তা গালে মিশিয়ে নেওয়া হয়।
এই ভাবে হৃদয় এঁকে মিশিয়ে দিতে হবে গালে । ছবি: সংগৃহীত।
চটজলদি কী ভাবে মেকআপ করা যায়, সারার ছোট্ট ভিডিয়োটি দেখে সহজেই শিখে নিতে পারেন।
রূপটান শুরুর আগে ত্বকের প্রস্তুতি প্রয়োজন। প্রথমেই মুখ ভাল করে ধুয়ে ময়শ্চারাইজ়ার মেখে নিন। ঠোঁটে বুলিয়ে নিন, ‘লিপ বাম’। পরের ধাপে মুখের কালচে ছোপ বা খুঁত ঢাকতে কনসিলার বেছে নিতে পারেন। যদিও সারা এ ক্ষেত্রে সরাসরি ফাউন্ডেশন ব্যবহার করেছেন। ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে মুখে, গলায় খুব ভাল করে মিলিয়ে নিতে হবে। মুখ, নাক তীক্ষ্ম দেখানোর জন্য এই ধাপে কন্টুর এঁকে তা মুখের সঙ্গে মিলিয়ে নিন।
এর পর ক্রিমি ব্লাশারের সাহায্যে দুই গালে যে অংশে ব্লাশ লাগায় সেখানে ছোট্ট দু’টি হৃদয় এঁকে নিন। তুলির সাহায্যে ভাল করে মিলিয়ে নিন। আইশ্যাডো, লাইনার, কাজল পরে, হালকা পাউডার বুলিয়ে নিলেই হয়ে যাবে সুন্দর রূপটান।
সব শেষে সারা অবশ্য কপালে ছোট্ট একটি টিপও পরেছিলেন। পোশাকের সঙ্গে মানানসই হলে আপনিও পরতে পারেন।