ছবি: সংগৃহীত।
চুলের সমস্যার ঘরোয়া এবং চটদলজি সমাধান লুকিয়ে রয়েছে মুলতানি মাটিতে। অনেক দিন আগে থেকেই ত্বকের যত্ন নিয়ে এসছে মুলতানি মাটি। এ বার চুল ভাল রাখতেও ব্যবহার করতে পারেন মুলতানি মাটি।
১) মূলত দূষণ, স্নানের জলে আয়রন এবং অতিরিক্ত তেল-মশলা যুক্ত খাবার খেলে চুল পড়ার পরিমাণ বৃদ্ধি পায়। টক দইয়ের সঙ্গে মুলতানি মাটি ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। শ্যাম্পু করার ৩০ মিনিট আগে এই মিশ্রণটি মাথার ত্বকে ও চুলে ভাল করে লাগিয়ে রাখুন। শুকিয়ে এলে শ্যাম্পু করে নিন
২) শীতকালে খুশকির সমস্যা যেন বেশি করে দেখা যায়। মুলতানি মাটির ব্যবহারে সহজেই দূর হবে খুশকি। এক টেবিল চামচ মেথি বেটে নিয়ে তার সঙ্গে কিছুটা মুলতানি মাটি ও লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। মাথার ত্বকে ও চুলের গোড়ায় ভাল করে এই মিশ্রণটি লাগিয়ে কিছু ক্ষণ রেখে চুল ধুয়ে নিন।
৩) শীত পড়লে যে শুধু ত্বক রুক্ষ হয়ে যায় তা নয়। চুলেও দেখা দেয় রুক্ষ ভাব। মুলতানি মাটি, মধু ও পাতিলেবুর রস এক সঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে নিন। তার পর কিছু ক্ষণ রেখে চুলে শ্যাম্পু করে নিন।