Beauty

Mango for Skin: আম খেতে ভালবাসেন? ত্বক ভাল রাখতে আমের ব্যবহার জানা আছে কি

আম যেমন শরীরের যত্ন নেয়, তেমনই সুস্থ রাখে শরীরও। স্বাদ ও শরীরের পাশাপাশি রূপচর্চাতেও সমান ভাবে কার্যকর আম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ২৩:৩৭
Share:

ফাইল চিত্র।

অনেকেই গরমকালের অপেক্ষা করেন শুধু আমের জন্য। এই সময়ে বাজার ছেয়ে থাকে বিভিন্ন প্রকার আমে। আম যেমন শরীরের যত্ন নেয় তেমনই সুস্থ রাখে শরীরও। স্বাদ ও শরীরের পাশাপাশি রূপচর্চাতেও সমান ভাবে কার্যকর আম। ত্বকে বয়সের ছাপ আটকাতে আমের জুড়ি মেলা ভার। রূপচর্চায় কী ভাবে ব্যবহার করবেন আম?

Advertisement

১) আম এবং ওটস

আম এবং ওটস দুই-ই ত্বকের জন্য ভাল। আম টুকরো করে কেটে নিয়ে তাতে তিন চামচ ওটসের গুঁড়ো এবং এক চামচ কাঁচা দুধ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ত্বকে লাগান। মিনিট কুড়ি রাখার পর শুকিয়ে এলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দু’দিন এই প্যাকটি ব্যবহার করেল ত্বকের মৃত কোষ সরে গিয়ে হারানো উজ্জ্বলতা ফিরে আসবে।

Advertisement

২) আম এবং গোলাপজল

ত্বকের যত্ন নেওয়ার অন্যতম উপাদান গোলাপজল। একটি আম কেটে ভাল করে চটকে নিন। এর পর এতে একে একে মেশান মুলতানি মাটি, দু’চামচ দই এবং দু’চামচ গোলাপজল। মিশ্রণটি বানিয়ে ত্বকে লাগিয়ে রেখে দিন কিছু ক্ষণ। এক দিন অন্তর এই ফেসপ্যাকটি ব্যবহার করলে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও মসৃণ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement