Facial Hair Removal

মুখে রেজ়ার ব্যবহারে ভয়! অবাঞ্ছিত রোম তুলতে কফিই যথেষ্ট, জেনে নিন কৌশল

অবাঞ্ছিত রোম তুলতে কষ্ট হয়? যন্ত্রণাহীন উপায়ও আছে। এক টেবিল চামচ কফিই এ জন্য যথেষ্ট। জেনে নিন কৌশল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১২:২৪
Share:
মুখের রোম তোলা যাবে কফি দিয়ে?

মুখের রোম তোলা যাবে কফি দিয়ে? ছবি: ফ্রিপিক।

ঠোঁটের উপরে ছোট ছোট রোম হোক বা থুতনিতে— সৌন্দর্যের বিচারে অনেকের কাছেই তা অবাঞ্ছিত। তা ছাড়া, মুখের রোম তুলে ফেললে দেখতেও ভাল লাগে। মেকআপ করতে সুবিধা হয়। অনেকের আবার মুখে রোমের আধিক্য থাকায় সে সব নিয়মিত তোলার প্রয়োজন পড়ে।

Advertisement

রোম তোলার সহজ উপায় হল ফেসিয়াল রেজ়ারের ব্যবহার বা ওয়্যাক্স করা। সালোঁতে গেলে ভ্রু তোলার কায়দায় সুতো দিয়েও মুখের অবাঞ্ছিত লোম তোলা হয়। কিন্তু তা কিঞ্চিৎ যন্ত্রণাদায়ক। কেউ কেউ মুখে রেজ়ার ব্যবহার করতে ভয় পান। সব সময় সালোঁয় যাওয়ারও সময় হয় না। তা হলে উপায়?

সমাধান হতে পারে এক টেবিল চামচ কফিতে। সকালে যে পানীয় দিনভর তরতাজা রাখতে পারে, সেই কফির গুণেই ত্বক যেমন সুন্দর হতে পারে, তেমনই তুলে ফেলা যায় অবাঞ্ছিত রোম। তবে তার আগে জানা প্রয়োজন, কেন কফি এই কাজের জন্য বেছে নেবেন।

Advertisement

এক্সফোলিয়েশন: কফি স্ক্রাব এবং মাস্ক হিসেবে ব্যবহারের চল রয়েছে। কালচে ত্বকে দ্রুত জেল্লা ফেরাতে কফি খুব কার্যকর। কফির গুঁড়ো দিয়ে স্ক্রাব করলে তেল, ময়লা পরিষ্কার হয় এবং মৃত কোষ ঝরে যায়। একই সঙ্গে মুখের রোমও এতে আলগা হয়ে যায়।

অ্যান্টিঅক্সিড্যান্ট: কফিতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট বার্ধক্যের প্রক্রিয়াকে মন্থর করে দিতে পারে। ত্বকে তারুণ্যের ছোঁয়া আনে।

রোম তোলার জন্য কী ভাবে ব্যবহার?

এ জন্য কফি ছাড়াও লাগবে হেঁশেলেরই কয়েকটি উপাদান।

১ টেবিল চামচ কফি

১ টেবিল চামচ বেসন

আধ চা-চামচ হলুদগুঁড়ো

১-২ টেবিল চামচ কাঁচা দুধ

কয়েক ফোঁটা মধু

ব্যবহারের কৌশল

সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে মুখে মেখে নিন। মিশ্রণটি ভাল করে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। শুকিয়ে যাওয়ার পর হাত দিয়ে গোল গোল করে মাসাজ় করে নিন। জল দেওয়ার দরকার নেই। আঙুলের সাহায্যে আলতো চাপে ঘষলেই মুখ থেকে শুকনো কফি মিশ্রণের সঙ্গে রোমও উঠে আসবে।

তবে সালোঁর মতো একেবারে সমস্ত রোম উঠে মুখ পরিষ্কার হয়ে যাবে, এমন ভাবাটা ভুল। কিছু রোম অবশ্যই ঝরে যাবে। মাসে এক বার এটি ব্যবহার করতে পারেন। কয়েক মাস একই কৌশলে রোম তুললে ধীরে ধীরে রোমের পরিমাণ কমবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement