চোখের নীচের কালি মুছে ফেলুন। ছবি: সংগৃহীত।
পুজোর সময়েও ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজলেই ঘুমিয়ে পড়েছেন, এমন উদাহরণ সত্যিই নেই। পুজো মানেই রাত জেগে ঠাকুর দেখা। পাঁচটি দিন একটানা রাত জেগে ঠাকুর দেখলে চোখের নীচে যে কালি পড়বে, তাতে কোনও সন্দেহ নেই। সেই ভয়ে তো আর উৎসবের সময় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া যায় না। কালি পড়ুক, তাতে ক্ষতি নেই। শুধু চোখের নীচের দাগছোপ দূর করার উপায় জেনে রাখলেই চলবে। রইল তার হদিস।
১) চা কমাবে চোখের নীচের কালো দাগ। তবে কালো চা বা দুধ চা নয়। বাড়িতেই বানান আদা-তুলসীর চা। এই চায়ে অল্প করে মিশিয়ে নিন কেশর ও মধু। ভেষজ এই চা দিনে অন্তত এক বার করে খেতে থাকুন।
২) ঘরোয়া ক্লিনজ়ার দিয়ে মুখ পরিষ্কার করলে চোখের কালি দূর হবে। এর জন্য লাগবে বেসন আর দুধ। একটি বাটিতে বেসন ফেটিয়ে নিয়ে তার সঙ্গে দুধ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। ত্বক পরিষ্কার করার জন্য এই প্যাক ব্যবহার করুন।
৩) পুজোর সময় যে হেতু বেশ খানিকটা অনিয়ম হয়ে গিয়েছে, তাই এ বার একটু রুটিনে ফিরুন। রোজ রাতে চেষ্টা করুন ১১টার মধ্যে ঘুমোতে। আর বিকেলের দিকে অন্তত ৩০ মিনিট ঘুমিয়ে নিন। এতে শরীরের ক্লান্তি কাটবে।