Dark Patches on Skin

রোদে বেরিয়ে কালচে দাগছোপে ভরে গিয়েছে মুখ? সমাধানের উপায় আছে ঘরোয়া টোটকায়

মুখের কালিমা তুলতে রাসায়নিক দেওয়া ক্রিম নয়, ভরসা রাখুন ঘরোয়া টোটকাতেই। সামান্য উপকরণে ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরবে অল্প দিনেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৮:৫৫
Share:
মুখের কালো দাগছোপ উঠবে কী ভাবে?

মুখের কালো দাগছোপ উঠবে কী ভাবে? ছবি: ফ্রিপিক।

গলায় বা কপালে অবাঞ্ছিত লালচে-কালো দাগ দেখতে মোটেই ভাল লাগে না। যতই শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকুন না কেন, বাইরে বেরোলেই রোদের তাপ লাগবে। বাড়িতে থাকলেও এক-দু’বার হেঁশেলে ঢুকতে হবে। সেই গরম তাপ লেগে ত্বকের হাল খারাপ হতেই পারে। ত্বকের ট্যান তুলতে বাজারে নানা রকম থেরাপি এসে গিয়েছে। বিভিন্ন প্রকার ক্রিমও বেরিয়েছে। কিন্তু সেইসব পণ্যে এত বেশি রাসায়নিক থাকে যা ত্বকের জন্য ক্ষতিকর। তাই ঘরোয়া উপায়েই ত্বকের পরিচর্যা করা উচিত।

Advertisement

ত্বকের কালচে দাগ উঠবে কী উপায়ে?

বেসন-গোলাপজল

Advertisement

ছোট একটি পাত্রে ২ টেবিল চামচ বেসনের সঙ্গে এক চিমটে হলুদ মিশিয়ে নিন। চাইলে গোলাপ জল বা কাঁচা দুধ দিয়ে এই মিশ্রণ তৈরি করতে পারেন। মাইল্ড কোনও ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে মেখে রাখুন এই প্যাক। মিনিট পনেরো মুখে মেখে রাখুন। তার পর ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। কয়েক দিন ব্যবহার করলেই তফাত নজরে পড়বে।

টম্যাটো বাটা

সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বকের যে ক্ষতি হয়, তা দূর করতে টম্যাটো অব্যর্থ। প্রতিদিন স্নানের আগে ১৫ থেকে ২০ মিনিট টম্যাটোর রস মুখে মেখে রাখুন দাগ একেবারে উধাও হয়ে যাবে।

নারকেল তেল

গরমের দিনে ত্বকে ব্রণ-ফুস্কুড়ির সমস্যা বাড়ে। ফুস্কুড়ি সেড়ে গেলেও ত্বকের সেই জায়গা একটাই শুষ্ক হয়ে যায় যে, সেখানে চামড়া কুঁচকে যায় অথবা কালো দাগ পড়ে যায়। এ সব ক্ষেত্রে নারকেল তেলই ভরসা। তেল ত্বকের ওই নির্দিষ্ট অঞ্চলকে আর্দ্র করে তোলে। দাগও মিলিয়ে যায় ক্রমশ।

অ্যালো ভেরা জেল

ত্বকের পরিচর্যায় অপরিহার্য একটি উপাদান অ্যালো ভেরা জেল। ভিটামিনে ভরপুর অ্যালো ভেরা ত্বকের যে কোনও সংক্রমণ সারাতে যেমন কাজে লাগে, তেমনই ব্রণ-ফুস্কুড়ি বা র‌্যাশ নিরাময়েও সাহায্য করে। ত্বকে জালা, চুলকানি বা ক্ষতের দাগছোপের উপর অ্যালো ভেরা জেল লাগিয়ে রাখলে অনেক আরাম পাবেন। এর অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান ত্বকের ময়লা, জীবাণু যেমন টেনে বার করে দেবে, তেমনই দাগছোপও তুলে দেবে খুব তাড়াতাড়ি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement