Neem Infused Shampoo

নিমপাতা দিয়ে শ্যাম্পুও তৈরি করা যায়? খুশকি তাড়ানোর মোক্ষম অস্ত্র হতে পারে এটি

শ্যাম্পুর মধ্যে এমন সব রাসায়নিক থাকে যে, সেগুলি খুশকির সঙ্গে সঙ্গে মাথার ত্বকের নিজস্ব তেল বা সেবামও ধুয়ে সাফ করে দেয়। ফলে চুল হয়ে পড়ে রুক্ষ, নিষ্প্রাণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৭
Share:
Neem infused shampoo

নিম দিয়ে অ্যান্টি-ড্যানড্রফ শ্যাম্পু তৈরি করবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।

মাথায় খুশকির বাড়বাড়ন্ত। সাধারণ তেল বা শ্যাম্পুতে কাজ হচ্ছে না। তাই দোকান থেকে রাসায়নিক দেওয়া খুশকিনাশক (অ্যান্টি-ড্যানড্রফ শ্যাম্পু) কিনে এনেছেন। এই ধরনের শ্যাম্পু ব্যবহার করার সমস্যা একটিই। শ্যাম্পুর মধ্যে এমন সব রাসায়নিক থাকে যে, সেগুলি খুশকির সঙ্গে সঙ্গে মাথার ত্বকের নিজস্ব তেল বা সেবামও ধুয়ে সাফ করে দেয়। ফলে চুল হয়ে পড়ে রুক্ষ, নিষ্প্রাণ।

Advertisement

তবে খুশকি তাড়ানোর অন্য উপায়ও রয়েছে। অনেকেই জানেন, এ ক্ষেত্রে নিম বেশ কার্যকরী। নিমের তেল মাখলে বা নিমপাতা ফোটানো জল দিয়ে চুল ধুলে মাথার ত্বকের সংক্রমণজনিত সমস্যা রোধ করা যায়। কিন্তু নিম দিয়ে বাড়িতে শ্যাম্পু বানানোর পদ্ধতি জানা আছে?

১) প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো জল ফুটতে দিন।

Advertisement

২) তার মধ্যে দিয়ে দিয়ে দিন ৭-৮টি রিঠা। আঁচ একেবারে কমিয়ে রাখতে হবে।

৩) রোদে শুকনো করা আমলকি এক মুঠো দিয়ে দিন ওই জলে।

৪) মিনিট দশেক ফুটিয়ে নিন। একেবারে শেষে দিতে হবে নিমপাতা।

৫) এক মুঠো নিমপাতা দিয়ে গ্যাস বন্ধ করে দিন। পাত্রের মুখ ঢাকা দিয়ে রাখুন মিনিট পাঁচেক।

৬) ওই মিশ্রণ একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভাল করে চটকে নিন।

৭) পাতলা সুতির কাপড়ে ছেঁকে অবশিষ্টাংশ বাদ দিয়ে দিন।

৮) প্রথমে জল দিয়ে চুল ভিজিয়ে নিন। তার পর এই তরল মাথার ত্বকে মেখে নিন।

৯) হাতের আঙুল দিয়ে মাসাজ করুন কিছু ক্ষণ। পুরো চুলে ওই তরল মেখে রাখুন।

১০) কিছু ক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

কিন্তু হাতে যদি এত সময় না থাকে তা হলে কী করবেন?

নিত্য ব্যবহারের যে কোনও শ্যাম্পুর সঙ্গে অল্প নিমপাতা ফোটানো জল বা নিমপাতা গুঁড়ো মিশিয়ে নিন। এ বার ওই মিশ্রণ দিয়ে শ্যাম্পু করুন। খুশকি, মাথার ত্বকে কোনও রকম সংক্রমণ কিংবা পরজীবীর উপদ্রব— কোনও সমস্যাই থাকবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement