কোরিয়ান ক্রিম বানান বাড়িতেই। ছবি: সংগৃহীত।
গ্যাস চাল ফুটতে দিয়ে ওটিটি-তে পছন্দের সিরিজ় দেখছিলেন। একটু অন্যমনস্ক হতেই ভাত ফুটে, গলে পাঁক হয়ে গিয়েছে। খুব অসুস্থ না হলে, বাড়িতে খুদে বা বয়স্ক কেউ না থাকলে গলা ভাত খেতে পছন্দ করেন না কেউই। এই গলে যাওয়া ভাত নিয়ে কী করবেন তাই ভাবছেন। এতটা ভাত তো ফেলে দেওয়া যায় না। কিন্তু রূপচর্চার কাজে অনায়াসেই ব্যবহার করতে পারেন গলে যাওয়া ভাত।
বিনোদন জগতে ‘কে ড্রামা’র মতোই ত্বকচর্চায় এখন কোরিয়ান প্রসাধনীর রমরমা। সে দেশের রূপচর্চার বৈশিষ্ট্য হল কাচের মতো স্বচ্ছ ত্বক। ব্রণ, দাগ-ছোপহীন ত্বক চান সকলেই। কিন্তু ভারতে যে সব কোরিয়ান প্রসাধনী পাওয়া যায়, তা কেনা অনেকেরই সাধ্যের বাইরে। তবে কম খরচে গলে যাওয়া ভাত দিয়েই মুখে মাখার কোরিয়ান ক্রিম তৈরি করে ফেলতে পারেন।
বিনোদন জগতে ‘কে ড্রামা’র মতোই ত্বকচর্চায় এখন কোরিয়ান প্রসাধনীর রমরমা। ছবি: সংগৃহীত।
কী ভাবে তৈরি করবেন কোরিয়ান ফেসক্রিম?
১) চাল ভাল করে ধুয়ে নিন। তার পর আধ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন।
২) যে ভাবে ভাত তৈরি করেন, সেই ভাবে প্রথমে ভাত তৈরি করে নিন।
৩) চাল গলে গেলেও অসুবিধে হবে না। ঠান্ডা হলে ভাল করে ভাত চটকে নিতে পারেন।
৪) এ বার সুতির, পাতলা কাপড়ে ভাতের মণ্ড নিয়ে ছেঁকে নিন।
৫) তরল, জলীয় যে অংশটি থাকবে তার সঙ্গে গ্লিসারিন, ভিটামিন ই, কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন।
৬) সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে নিন।
৭) বায়ুরোধী, পরিষ্কার কাচের শিশিতে ভরে ফ্রিজে রেখে দিন।