Paraben in Lip balm

লিপস্টিকের মতো লিপবামেও প্যারাবেন থাকে! আপনারটিতে আছে কি না কী দেখে বুঝবেন

লিপস্টিকের বদলে ঠোঁট ভাল রাখার জন্য অনেকেই লিপ বাম ব্যবহার করেন, এটি না জেনেই যে, লিপ বামের সঙ্গেও ঠোঁটে যাচ্ছে প্যারাবেন। যা হয়তো খাবারের সঙ্গে মিশে শরীরেও প্রবেশ করছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৬
Share:

ছবি : শাটারস্টক।

লিপস্টিকে থাকা প্যারাবেন যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তা বহু গবেষণা ইতিমধ্যেই জানিয়েছে। আমেরিকার টেনেসি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিকতম গবেষণাতেও দেখা গিয়েছে প্যারাবেন মহিলাদের ক্ষেত্রে স্তনের কোষকে প্রভাবিত করে। যা পরোক্ষে স্তনের ক্যানসারের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। আমেরিকার ক্যানসারের চিকিৎসক ওই গবেষণার ব্যাখ্যা করে বলেছেন, প্যারাবেন শরীরে গেলে তা ইস্ট্রোজেন হরমোনের মতো কাজ করে হরমোনের ভারসম্য নষ্ট করতে পারে। কিন্তু প্যারাবেন এড়াতে শুধু রাসায়নিক যুক্ত লিপস্টিক এড়ালেই চলবে না, তা জানেন কি? ক্ষতিকর নয় বলে পরিচিত লিপবামেও প্য়ারাবেন থাকতে পারে।

Advertisement

লিপস্টিকের বদলে ঠোঁট ভাল রাখার জন্য অনেকেই লিপ বাম ব্যবহার করেন, এটি না জেনেই যে, লিপ বামের সঙ্গেও ঠোঁটে যাচ্ছে প্যারাবেন। যা হয়তো খাবারের সঙ্গে মিশে শরীরেও প্রবেশ করছে।

কী ভাবে বুঝবেন লিপ বামে প্যারাবেন আছে কি না?

Advertisement

১। প্রথমেই লিপ বামের গায়ে আটকানো লেবেল পরীক্ষা করে দেখুন। সেখানে উপকরণে যদি প্যারাবেন লেখা থাকে, তবে স্পষ্ট যে, আপনার লিপ বামে প্যারাবেন রয়েছে।

২। প্যারাবেন শব্দটি অন্য শব্দের সঙ্গে মিলিয়েও লেখা থাকতে পারে। যেমন মিথাইল প্যারাবেন, প্রোপাইল প্যারাবেন, ব্যুটাইল প্যারাবেন, ইথাইল প্যারাবেন ইত্যাদি। যদি লিপবামের উপকরনে এর কোনও একটিও থাকে, তবে বুঝতে হবে লিপ বামে প্যারাবেন আছে।

৩। প্যারাবেন মুক্ত লিপ বামে সাধারণত সে কথা স্পষ্ট করে লেখাও থাকে। খেয়াল করুন লিপ বামে কোথাও ‘প্যারাবেন-ফ্রি’ কথাটি লেখা আছে কি না।

কী ভাবে সতর্ক হবেন?

১। লিপ বাম কেনার সময় ভাল ব্র্যান্ডের কিনুন এবং অবশ্যই কেনার আগে লেবেল পরীক্ষা করে নিন।

২। চেষ্টাকরুন রাসায়নিক মুক্ত লিপবাম ব্যবহার করতে। আয়ুর্বেদিক লিপবামও পাওয়া যায় বাজারে।

৩। লিপ বাম বাড়িতে তৈরিও করে নেওয়া যায়। কোনও ব্র্যান্ডে ভরসা করতে না পারলে বাড়িতে একটু সময় নিয়ে বানিয়ে নিন লিপ বাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement