Lipstick Hacks

লিপস্টিক লাগাবেন কিন্তু দাঁতে লাগবে না! কী ভাবে এড়াবেন মেকআপ বিপর্যয়

ধবধবে সাদা দাঁতে লালচে ছোপ দেখতে ভাল লাগার কথা নয়। তবে লিপস্টিক লাগানোর সময়ে সামান্য সতর্ক হলে আর কিছু নিয়ম মানলেই অস্বস্তিকর পরিস্থিতি এড়ানো যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৮:০১
Share:

—ফাইল চিত্র।

লিপস্টিকের গাঢ় রং নাকি আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়! এমনটা শুধু মনেই করেন না অনুভবও করেন বহু মহিলা। কিন্তু লিপস্টিকের রং যদি ঠোঁট থেকে দাঁতে নেমে আসে? আর যদি সামনের মানুষটির মুখ থেকে সেই খবর পেতে হয়, তখন দফারফা হয় আত্মবিশ্বাসের!

Advertisement

কী ভাবে লিপস্টিকের দাঁতে লেগে যাওয়া আটকাবেন?

ধবধবে সাদা দাঁতে লালচে ছোপ দেখতে ভাল লাগার কথা নয়। তবে লিপস্টিক লাগানোর সময়ে সামান্য সতর্ক হলে আর কিছু নিয়ম মানলেই অস্বস্তিকর পরিস্থিতি এড়ানো যাবে। শুধু নিশ্চিত হতে হবে যে লিপস্টিক লাগানোর পরে অতিরিক্ত লিপস্টিক যেন ঠোঁটের ভিতরে লেগে না থাকে।

Advertisement

সেটা কী ভাবে সম্ভব?

লিপস্টিক লাগানোর পরে খুব ছোট করে হাঁ করুন। যাতে মুখে একটি আঙুল ঢোকানো যেতে পারে। এবার নিজের তর্জনীটি ওই ফাঁক দিয়ে মুখে ঢুকিয়ে ধীরে ধীরে টেনে বের করে নিন। অতিরিক্ত লিপস্টিকের রং আঙুলেই লেগে যাবে। ব্যাস ওই রং দাঁতে লাগার আর কোনও ভয় নেই।

বিনা দ্বিধায় হাসুন, কথা বলুন। আপনাকে কেউ বলতে আসবে না, ‘‘দাঁতে লিপস্টিক লেগে আছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement