lips

Home Remedies: ঘরে তৈরি লিপ বামেই উঠবে দাগ, গোলাপি হবে ঠোঁট

ঠোঁটে সাধারণ কোনও বাম না লাগিয়ে তাতে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি একটি মিশ্রণ লাগানো জরুরি। তাতে দাগ দূর হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২২ ২০:৩১
Share:

প্রতীকী ছবি।

ঠোঁট শুষ্ক হয়ে যাচ্ছে। ফেটে যাচ্ছে? শুধু শীত নয়, গ্রীষ্মেও এমন হয়। তার উপর তো দাগ-ছোপের সমস্যা লেগেই থাকে।

Advertisement

কী করলে যে এত সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে? কী ভাবেই বা এমন দিন আসবে যখন ছোটবেলার মতো গোলাপি ঠোঁট ফিরে পাওয়া যাবে?

ঠোঁটে সাধারণ কোনও বাম না লাগিয়ে তাতে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি একটি মিশ্রণ লাগানো জরুরি। তাতে দাগ দূর হবে। সঙ্গে যাবে ঠোঁটের শুষ্ক ভাব।

Advertisement

কোরিয়ার ঘরে ঘরে এক ধরনের বাম তৈরি হয়। তা-ই ব্যবহার করা যেতে পারে। শিখে নিন, কী ভাবে সেই লিপ বাম বানাবেন।

আগে উপকরণগুলি জোগাড় করে নিন। তেমন কঠিন কিছুর প্রয়োজন নেই। দু’টি স্ট্রবেরি। এক চামচ জেলাটিন। আর দু’চামচ নারকেল তেল লাগবে। আর প্রয়োজন ৩-৪ ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল।

প্রতীকী ছবি।

মাইক্রোওয়েভ অভেনে নারকেল তেল গরম করুন। তার মধ্যে স্ট্রবিরি দু’টি থেঁতো করে দিন। মিশিয়ে দিন জেলাটিন। সব ক’টি উপকরণ ভাল ভাবে মিশিয়ে আবার গরম করুন। যাতে জেলাটিন গলে যায়। তার পর তাতে কয়েক ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল ফেলে দিন।

রোজ রাতে ঘুমতে যাওয়ার আগে এই লিপ বাম ব্যবহার করুন। কয়েক দিননেই গোলাপি হবে ঠোঁট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement