জাহ্নবীর সাজে উরফির ঝলক। ছবি: ইনস্টাগ্রাম।
ইদানীং ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবির প্রচারে ব্যস্ত অভিনেত্রী জাহ্নবী কপূর। ছবিতে রাজকুমার রাওয়ের বিপরীতে অভিনয় করছেন তিনি। সব সময়ই সাজগোজ নিয়ে বেশ সচেতন থাকেন অভিনেত্রী। সে শাড়ি হোক কিংবা সালোয়ার কিংবা পশ্চিমি পোশাক, জাহ্নবী কিন্তু সব পোশাকই স্বচ্ছন্দ।
নতুন ছবির প্রচারে জন্য সাজপোশাকে বড়সড় বদল এনেছেন তিনি। জাহ্নবীর পোশাকে দেখতে পাওয়া যাচ্ছে ছবির ঝলক। ছবির ‘থিম’ অনুযায়ী বদলে যাচ্ছে জাহ্নবীর সাজপোশাক।
‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবির মূল বিষয় ক্রিকেট। তাই কখনও জাহ্নবীর বডিকন ড্রেসে দেখা যাচ্ছে ক্রিকেট বল, কখনও আবার ক্রপটপে দেখা যাচ্ছে জার্সির নম্বর।
সম্প্রতি জাহ্নবী ইনস্টাগ্রামে নিজের অনুরাগীদের বেশ কিছু প্রশ্নের জবাব দিয়েছেন। এক অনুরাগী জাহ্নবীকে জিজ্ঞেস করেন, ‘‘আপনি কি ফ্যাশনের ব্যাপারে উরফিকে অনুসরণ করছেন?’’
প্রশ্নের জবাব দিয়েছেন জাহ্নবী। বলেছেন, ‘‘আমি মনে করি উরফির সাজপোশাকে সৃজনশীল ভাবনার ছাপ রয়েছে। ছবির প্রমোশনে অভিনেতা-অভিনেত্রীরা যদি চরিত্রের সঙ্গে মানানসই পোশাক পরেন, তা হলে কিন্তু বেশ ভালই হয়। আমি যদিও ‘ধড়ক’ ছবির পর সে ভাবে ছবির প্রচারে সাজপোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ পাইনি। অন্যান্য অভিনেত্রীদের ক্ষেত্রে দেখেছি, ছবির থিম অনুযায়ী প্রচারে তাঁরা পোশাক পরেন, আর তাতে কিন্তু লাভই হয় তাঁদের। পোশাক দিয়ে যদি দর্শকদের ছবির প্রতি আকর্ষণ করা যায়, তা হলে ক্ষতি কী?’’
সাজপোশাক নিয়ে জাহ্নবী বরাবরই বেশ সচেতন। ছবির প্রচারের সাজ নিয়ে জাহ্নবীর পরীক্ষানিরীক্ষাগুলি বেশ মনে ধরেছে অনুরাগীদের। ছবিশিকারিদের ক্যামেরায় নানা রকম পোশাক পরে ফটোশুট করাচ্ছেন তিনি। সব পোশাকেই দেখা যাচ্ছে ক্রিকেটের ছোঁয়া।