Under Eye

রাতে ঘুমোনোর আগে চোখের তলায় নারকেল তেল মালিশ করতে পারেন, কী লাভ হবে তাতে?

চোখের তলায় নারকেল তেল মালিশ করার কিছু সুফল রয়েছে। রোজ রাতে চোখের নীচে নারকেল তেল মালিশ করার উপকারিতাগুলি কী?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৪ ১৭:০৪
Share:

চোখের নীচে নারকেল তেল মালিশ করা জরুরি। ছবি: সংগৃহীত।

চুলের যত্নআত্তিতে নারকেল তেলের জুড়ি মেলা ভার। চুল লম্বা এবং মজবুত করতে নারকেল তেল সত্যিই কার্যকরী। তবে শুধু চুলের দেখাশোনায় নয়, নারকেল তেল রূপচর্চার ক্ষেত্রে কার্যকরী উপকরণ। ত্বকের যত্নেও অনেকে নারকেল তেল ব্যবহার করেন। আবার মেকআপ তোলার কাজেও নারকেল তেল সত্যিই দারুণ উপকারী। নারকেল তেল ত্বকে নানারকম ভাবে ব্যবহার করেন অনেকে। তবে চোখের তলায় নারকেল তেল মালিশ করার কিছু সুফল রয়েছে। রোজ রাতে চোখের নীচে নারকেল তেল মালিশ করার উপকারিতাগুলি কী?

Advertisement

ফোলা ভাব কমে

চোখের নীচের ফোলাভাব হয় বিভিন্ন কারণে। কম ঘুমোলে, দীর্ঘ ক্ষণ ফোন ঘাঁটলে আবার বয়সজনিত কারণেও চোখের নীচটা ফুলে যায়। কারও ক্ষেত্রে এই সমস্যা আবার বংশগত। তবে কারণ যাই হোক চোখের নীচে নারকেল তেল মালিশ সমস্যা কমবে।

Advertisement

বলিরেখা কমবে

কমবয়সেও অনেক সময় বলিরেখা পড়ে যায় ত্বকে। বিভিন্ন সংস্থার প্রসাধনী ব্যবহার করেও বলিরেখার হাত থেকে রক্ষা পাওয়া যায় না। নারকেল তেল বলিরেখার দাওয়াই। নারকেল তেলে থাকা ফ্যাটি অ্যাসিড ত্বক টানটান রাখে, রুক্ষ ভাব কমিয়ে দেয়।

ত্বকের অস্বস্তি দূর করে

র‌্যাশ, চুলকানি, লাল হয়ে যায়— এগুলি ত্বকের রোজের সঙ্গী। নারকেল তেল ত্বকের পেলবতা ফিরিয়ে দেয়। ত্বক ভিতর থেকে নরম ও মসৃণ রাখতে নারকেল তেলের জুড়ি মেলা ভার।

ত্বকে পুষ্টি জোগায়

কোলাজেন হল ত্বকের পুষ্টি। নারকেল তেল কোলাজেন উৎপাদনে সাহায্য করে। কোলাজেন ত্বক টান টান রাখে। নারকেল তেল ত্বক মসৃণ রাখতে দারুণ সাহায্য করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement