‘ফেসিয়াল রোলার’-এর সঠিক মাসাজে ত্বক হয় উজ্জ্বল। ছবি: শাটারস্টক
জিনিস কিনতে এখন সশরীরে দোকানে যেতে হয় না। অনলাইন বাজারের দৌলতে মোবাইলের এক ক্লিকেই দেশ-বিদেশের বহু পণ্যই এখন চোখের সামনে ধরা দেয়। সৌন্দর্য বৃদ্ধি ও রূপচর্চার জন্য প্রসাধনী থেকে মাসাজের নানা রকম জিনিস ও যন্ত্রের হদিস পাওয়া যায় ঘরে বসেই। এর মধ্যে বেশ কিছু পণ্য যেমন খুব চেনা, আবার অনেক কিছু এমনও থাকে, যা কারও কাছে বেশ নতুন মনে হয়।
সৌন্দর্যবৃদ্ধির জন্য পণ্য বিক্রয়কারী অনলাইন সংস্থায় একটি জিনিস দেখা যায় -‘জেড রোলার’। সবুজ রঙের একটি ছোট্ট রোলার। জেড পাথরে তৈরি। জানেন কি কেন এটি ব্যবহার করা হয়? কী ভাবে ব্যবহার করতে হয়!
মুখে মাসাজের জন্য ব্যবহার করা হয় এই রোলার। ছবি: সংগৃহীত।
রোলারের উপকারিতা
রোলারে উপর ও নীচে দু’টি ভিন্ন আকারের পাথর এমন ভাবে লাগানো থাকে, যা মুখমণ্ডলে লাগিয়ে হালকা টানলেই পাথরটি ঘুরবে। মাসাজের কাজ করবে। প্রয়োজন অনুযায়ী, যে কোনও একটি দিকের পাথর দিয়ে মুখের বিভিন্ন অংশে মাসাজ করা হয়।
১. ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে। যার ফলে, ঔজ্জ্বল্য বাড়ে।
২. মুখে অনেক সময় ফোলাভাব থাকে। চোখের নীচেও থাকে। ‘ফেসিয়াল রোলার’-এর সঠিক ব্যবহারে ফোলাভাব কমে।
৩. যেহেতু এতে রক্ত সঞ্চালন ভাল হয়, তাই ত্বকের বলিরেখা কমে।
৪. জেড পাথরের রোলার ব্যবহারে বেশ আরাম হয়।
কী ভাবে ব্যবহার করবেন মুখের রোলার?
১. প্রথমে মুখে কোনও তেল, ক্রিম বা সিরাম মেখে নিতে হবে। এতে রোলার মুখের উপর সুন্দর ভাবে ঘুরবে।
২. থুতনি থেকে কান পর্যন্ত আলতো চাপ দিয়ে রোলার টানতে হবে। প্রথমে বাঁ কান পর্যন্ত পাঁচ বার, পরে ডান কান পর্যন্ত পাঁচ বার টানুন। রোলার নীচ থেকে উপরে যাবে। উপরে থেকে নীচে নয়।
৩. দ্বিতীয় ধাপে ঠোঁট থেকে কান পর্যন্ত মাসাজ করুন। বাঁ দিকে পাঁচ বার, ডান দিকে পাঁচবার। রোলার নীচ থেকে উপরে যাবে।
৪. চোখের মাসাজের সময় ছোট রোলারটি ব্যবহার করতে হবে। চাপ দেওয়া যাবে না। চোখের বন্ধ করে কোণ থেকে শুরু করে পুরোটা হয়ে কানের একটু উপরের অংশ পর্যন্ত। এভাবে দুই চোখে মাসাজ করতে হবে ৫ বার করে। মাসাজ কিন্তু চোখের অংশ থেকেই শুরু হবে, কানের উপরের অংশ থেকে চোখ পর্যন্ত উল্টোপথে মাসাজ করা যাবে না।
৫. কপালে মাসাজের জন্য নীচের অংশ থেকে চুল পর্যন্ত রোলার টানতে হবে।
প্রতি দিন ৫ মিনিট রোলার ব্যবহার করলেই, ধীরে ধীরে ত্বকের ঔজ্জ্বল্য ফিরবে।
রোলার ব্যবহার হয়ে গেলে পরিষ্কার ভিজে কাপড় দিয়ে তাতে লেগে যাওয়া তেল মুছে দিতে হবে। পাশাপাশি ফেস ওয়াশ দিয়েও রোলার পরিষ্কার করে নেওয়া যাবে।