প্রতীকী ছবি।
শীত পড়তেই শুষ্ক হতে শুরু করেছে ত্বক, চুল। খুশকির সমস্যাও বাড়ছে। মনে পড়ছে গত শীতের সব সমস্যা। কিন্তু কী ভাবে সে সব থেকে মুক্তি পাবেন?
নানা উপায়ে খুশকি তাড়ানোর চেষ্টা করে থাকেন অনেকে। কিন্তু বাজার থেকে কেনা রকমারি শ্যাম্পু কি সব সমস্যার সমাধান করতে পারে? পারে না। এ বার থেকে খুশকির সমস্যা দূর করা যেতে পারে আরও অনেক সহজ উপায়ে। খুশকির সমস্যা দূর করতে আর অর্থ ব্যয় না করে বরং যাওয়া যাক হেঁশেলের দিকে। সেখানেই আছে সমাধান।
কী দিয়ে সমাধান হবে ভাবছেন?
খুবই সহজলভ্য একটি জিনিস সেটি। তেজপাতা। ঘরে ঘরেই থাকে।
কী ভাবে খুশকি দূর করতে ব্যবহার করবেন তেজপাতা? কয়েকটি তেজপাতা প্রথমে গুঁড়ো করে নিতে পারেন। সেই গুঁড়ো মিশিয়ে নিনবাড়িতে পাতা টক দইয়ের সঙ্গে। ব্যস, তৈরি হয়ে গেল আপনার চুলের প্যাক। এই প্যাক একটি পাত্রে করে ফ্রিজে রেখে দিন। রোজ স্নানের আগে প্যাকটি মাথায় মেখে মিনিট দশেক রাখুন। তার পরে শ্যাম্পু করে নিতে নিন।কয়েক দিনেই দূর হবে খুশকির সমস্যা।