Ram Charan’s Whimsical Watch

ডায়ালে ১২টার ঘরে ফুটে ওঠে মন ভাল করা বার্তা, রাম চরণের এমন মজার ঘড়ির মূল্য কত?

সম্প্রতি দক্ষিণী তারকা রাম চরণের হাতে দেখা গিয়েছে এমনই একটি ঘড়ি। ‘ইভরোজ় গোল্ড’ দিয়ে তৈরি ঘড়িটির ডায়ালে নানা রঙের সমন্বয়ে আঁকা ‘জিগ্‌স পাজ়ল’-এর নকশা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৬
Share:

(বাঁ দিকে) দক্ষিণী অভিনেতা রাম চরণ। বিখ্যাত সেই ঘড়ি (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

ঘড়ির ডায়ালে দিন, তারিখ তো থাকেই। কিন্তু ‘ইমোজি’, ‘জিগ্স পাজ়ল’ আঁকা ঘড়ি দেখেছেন কখনও? এমন ঘড়ির দাম কত হতে পারে? অন্তর্জাল খুঁজলে দেখা যাবে, ঘড়িটির দাম নাকি দু’কোটির টাকারও বেশি। কী এমন রয়েছে এই ঘড়িতে?

Advertisement

সম্প্রতি দক্ষিণী তারকা রাম চরণের হাতে দেখা গিয়েছে এমনই একটি ঘড়ি। ‘ইভরোজ় গোল্ড’ দিয়ে তৈরি ঘড়িটির ডায়ালে নানা রঙের সমন্বয়ে আঁকা ‘জিগ্‌স পাজ়ল’-এর নকশা। তবে মজার বিষয় হল, তারিখ, স্থান এবং কাল অনুযায়ী ঘড়িটি বদলে ফেলে ‘ইমোজি’। ঘড়ির ডায়ালে ১২টার ঘরের জায়গায় প্রতি দিন নতুন নতুন বার্তা ফুটে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে আনন্দ, শান্তি, বিশ্বাস, ভালবাসা, আশা, কৃতজ্ঞতার মতো ইতিবাচক বিষয় মনের ভিতর প্রতিধ্বনিত হতে থাকে সারাটা দিন জুড়ে। রাম চরণের ‘বিশেষ’ এই ঘড়িটি তৈরি করেছে সুইৎজ়ারল্যান্ডের ঘড়ি প্রস্তুতকারক সংস্থা ‘রোলেক্স’। সংস্থার ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য বলছে, ১৯৫৬ সালে নির্মিত ‘রোলেক্স ওয়েস্টার পার্পেচুয়াল ডে-ডেট ৩৬’ ঘড়িটির মূল্য প্রায় আড়াই লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা ২ কোটি ২০ লক্ষ টাকার কাছাকাছি।

নেটাগরিকেরা অবশ্য বলছেন, রাম চরণের ঘড়ির মূল্যে নাকি মুম্বইয়ে একটা ফ্ল্যাট কিনে ফেলা যেতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement